india favor peace in ukraine

ব্যুরো নিউজ, ০৫ই ডিসেম্বর ২০২৫ : দুই দিনের ভারত সফরের দ্বিতীয় দিন, শুক্রবার হায়দ্রাবাদ হাউসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হলেন। ২৩তম ভারত-রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনের এই আলোচনায় প্রধানমন্ত্রী মোদি ইউক্রেন সংঘাত প্রসঙ্গে ভারতের অবস্থান স্পষ্ট করে বলেন, ভারত কোনোভাবেই ‘নিরপেক্ষ নয়’, বরং শান্তির পক্ষে

শান্তির পথেই আস্থা

বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী মোদি বলেন, “ইউক্রেন সংকট শুরু হওয়ার পর থেকে আমরা নিয়মিত আলোচনায় রয়েছি। আপনিও একজন সত্যিকারের বন্ধু হিসেবে আমাদের সবকিছু সম্পর্কে সময়মতো অবহিত করেছেন।”

তিনি জোর দিয়ে বলেন:

“আমি বিশ্বাস করি, আস্থা একটা বিরাট শক্তি, এবং এই বিষয়টি আমি আপনার সঙ্গে বহুবার আলোচনা করেছি এবং বিশ্বের সামনেও তুলে ধরেছি। শান্তির পথেই জাতিসমূহের কল্যাণ নিহিত। আমরা একসঙ্গে বিশ্বের সেই পথেই নেতৃত্ব দেবো।”

মোদি আরও জানান, তিনি বিশ্ব নেতাদের সঙ্গেও এই বিষয়ে কথা বলেছেন এবং তাদেরও জানিয়েছেন: “ভারত নিরপেক্ষ নয়। ভারতের একটি স্পষ্ট অবস্থান রয়েছে, আর সেই অবস্থান শান্তির পক্ষে। আমরা শান্তির জন্য প্রতিটি প্রচেষ্টাকে সমর্থন করি।

অন্যদিকে, প্রেসিডেন্ট পুতিনও সংঘাতের বিস্তারিত তথ্য জানান এবং বলেন যে রাশিয়াও ইউক্রেন সংকটের শান্তিপূর্ণ সমাধানের জন্য কাজ করছে

Putin India visit : বন্ধুত্বের বার্তা: পুতিনকে রুশ ভাষায় ভগবৎ গীতা উপহার দিলেন মোদি, আজ মূল শীর্ষ বৈঠক

অর্থনৈতিক সম্পর্ক আরও মজবুত করার লক্ষ্য

প্রধানমন্ত্রী মোদি আশা প্রকাশ করে বলেন যে আজকের এই বৈঠক ভারত ও রাশিয়ার অর্থনৈতিক সম্পর্ককে আরও মজবুত করার ভিত্তি স্থাপন করবে এবং এই সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে। তিনি বলেন, “বিশ্ব কোভিড-১৯ থেকে শুরু করে বর্তমান পর্যন্ত অসংখ্য সংকটের মুখোমুখি হয়েছে। আমি নিশ্চিত, আজ আমরা অনেক গুরুত্বপূর্ণ বৈশ্বিক বিষয় নিয়ে আলোচনা করবো।”

Putin India visit : প্রটোকল ভেঙে বন্ধুকে বরণ প্রধানমন্ত্রীর ! ভারতে পুতিন, বৈঠকের মূল উদ্দেশ্য প্রতিরক্ষা ও বাণিজ্য

পুতিনের দিনের শুরু

গুরুত্বপূর্ণ বৈঠকের আগে দিনের শুরুতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিক ‘গার্ড অফ অনার’ দেওয়া হয়। এই সময় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী মোদি এবং অন্যান্য উচ্চপদস্থ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এরপর প্রেসিডেন্ট পুতিন রাজঘাটে গিয়ে জাতির জনক মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং পুষ্পস্তবক অর্পণ করেন। রাজঘাটের ভিজিটরস বুকে তিনি লেখেন: “আধুনিক ভারতের অন্যতম প্রতিষ্ঠাতা, মহান দার্শনিক ও মানবতাবাদী মহাত্মা গান্ধী বিশ্বশান্তিতে অসামান্য অবদান রেখেছেন। স্বাধীনতা, মঙ্গল ও মানবতা সম্পর্কে তাঁর ধারণাগুলি আজও প্রাসঙ্গিকতা হারায়নি।”

উল্লেখ্য: বৃহস্পতিবার সন্ধ্যায় পালাম বিমানবন্দরে মোদি প্রটোকল ভেঙে পুতিনকে উষ্ণ আলিঙ্গন করে স্বাগত জানান এবং এরপর তাঁর সরকারি বাসভবনে ব্যক্তিগত নৈশভোজের আয়োজন করেন। নৈশভোজে মোদি পুতিনকে রুশ ভাষায় লেখা শ্রীমদ্ভগবদ্গীতার একটি অনুলিপি উপহার দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর