India Afghan FM meet , Pakistan attack Kabul

ব্যুরো নিউজ ১৩ অক্টোবর ২০২৫ : ভারত ও আফগানিস্তানের সাম্প্রতিক যৌথ বিবৃতিতে জম্মু ও কাশ্মীরকে ‘ভারতের অবিচ্ছেদ্য অংশ’ হিসেবে উল্লেখ করায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান। শনিবার ইসলামাবাদ আফগান দূতকে তলব করে যৌথ বিবৃতির তীব্র আপত্তি জানায় এবং একই সময়ে কাবুল জুড়ে শোনা যায় রহস্যজনক বিস্ফোরণের শব্দ, যা পাকিস্তানি বিমান হামলা বলে দাবি করা হয়েছে।

 

জম্মু ও কাশ্মীর নিয়ে পাকিস্তানের তীব্র আপত্তি

শনিবার পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর (FO) এক বিবৃতিতে জম্মু ও কাশ্মীরের প্রসঙ্গ উত্থাপন করে ভারতের প্রতি তীব্র আপত্তি জানায়। পররাষ্ট্র দপ্তর বলেছে যে, জম্মু ও কাশ্মীরকে ভারতের অংশ হিসেবে উল্লেখ করা ‘জাতিসংঘ নিরাপত্তা পরিষদের (UNSC) প্রস্তাবের সুস্পষ্ট লঙ্ঘন’।

পররাষ্ট্র দপ্তরের অতিরিক্ত পররাষ্ট্র সচিব (পশ্চিম এশিয়া ও আফগানিস্তান) আফগান দূতকে তলব করে এই বিষয়ে পাকিস্তানের ‘কঠোর আপত্তি’ জানান।

Afghanistan : নিরাপত্তা এবং সন্ত্রাসবাদ মোকাবিলায় বিশেষ গুরুত্ব: তালিবান সরকারের পররাষ্ট্রমন্ত্রীর ঐতিহাসিক দিল্লি সফর

সন্ত্রাসবাদ প্রশ্নেও আপত্তি তুলল ইসলামাবাদ

ভারত-আফগানিস্তান বৈঠকে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির এই মন্তব্য নিয়েও পাকিস্তান আপত্তি তুলেছে যে, ‘সন্ত্রাসবাদ পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়’।

যদিও পাকিস্তান দাবি করেছে যে তারা “শান্তিপূর্ণ, স্থিতিশীল, আঞ্চলিকভাবে সংযুক্ত এবং সমৃদ্ধ আফগানিস্তান দেখতে আগ্রহী”, তবুও তারা স্পষ্ট করে দিয়েছে, “অন্যান্য সব দেশের মতোই, পাকিস্তানের ভূখণ্ডে বসবাসকারী বিদেশি নাগরিকদের উপস্থিতি নিয়ন্ত্রণ করার অধিকার পাকিস্তানের রয়েছে।” তারা আরও জানিয়েছে, ইসলামী ভ্রাতৃত্ব ও সুপ্রতিবেশীসুলভ সম্পর্কের খাতিরে আফগান নাগরিকদের মেডিক্যাল এবং স্টাডি ভিসা দেওয়া অব্যাহত রেখেছে ইসলামাবাদ।

 

ভারত-আফগান যৌথ বিবৃতির মূল বার্তা

গত ১০ অক্টোবর ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি-র মধ্যে বৈঠক হয়। এই বৈঠকে উভয় নেতা পাকিস্তানকে নিশানা করে প্রচ্ছন্ন বার্তা দেন। মুত্তাকি বলেন, তালেবানরা তাদের ভূমিকে অন্য কোনো দেশের বিরুদ্ধে ব্যবহার করতে দেবে না। একইভাবে জয়শঙ্কর আফগানিস্তানের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং স্বাধীনতার প্রতি ভারতের সম্পূর্ণ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

যৌথ বিবৃতিতে উভয় পক্ষই পরস্পরের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধার অঙ্গীকার করেন। জয়শঙ্কর পাহেলগামের সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা করার জন্য মুত্তাকিকে ধন্যবাদও জানান।

 

কাবুলে রহস্যজনক বিস্ফোরণ ও পাকিস্তানের বিমান হামলা

ঠিক যখন আফগান পররাষ্ট্রমন্ত্রী মুত্তাকি সরকারি সফরে ভারতে অবস্থান করছেন, তখনই বৃহস্পতিবার আফগানিস্তানের কাবুলে জোরে বিস্ফোরণের শব্দ শোনা যায়। পাকিস্তানের সংবাদমাধ্যমগুলির দাবি, তেহরিক-ই-তালিবান পাকিস্তান (TTP)-এর আস্তানা লক্ষ্য করে পাকিস্তান বিমান বাহিনী (Pakistan Air Force) এই বিমান হামলা চালিয়েছে।
এই হামলাটি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের কঠোর হুঁশিয়ারির পর ঘটল। আসিফ সম্প্রতি হুঁশিয়ারি দিয়েছিলেন যে আফগান ভূমি যদি পাকিস্তান বিরোধী সন্ত্রাসী কার্যকলাপের জন্য ব্যবহৃত হতে থাকে, তবে পাকিস্তান কঠোর জবাব দেবে। তিনি আফগানিস্তানকে টিটিপি জঙ্গিদের নিরাপদ আশ্রয় দেওয়ার অভিযোগও করেছিলেন।

আসিফ আরও অভিযোগ করেন যে, ভারত ও আফগানিস্তানের মধ্যে বাড়তে থাকা কূটনৈতিক নৈকট্যের কারণে আফগানিস্তান ভারতের প্রতি অনুগত এবং পাকিস্তানের প্রতি বৈরী আচরণ করছে। তাঁর দাবি, আফগানরা সবসময় পাকিস্তানের বিরুদ্ধে ভারতের পক্ষ নিয়েছে।

Afghanistan : ট্রাম্পের বাগরাম দাবি ঘিরে উত্তাল আঞ্চলিক কূটনীতি; ভারত-সহ ১০ দেশের ‘মস্কো ফর্ম্যাট

তালিবানের তদন্ত শুরু, টিটিপি প্রধানের মৃত্যুর খবর অস্বীকার

এদিকে, তালিবান কর্তৃপক্ষ কাবুলে বিস্ফোরণের ঘটনার তদন্ত শুরু করেছে। তালিবান সরকারের প্রধান মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ জানিয়েছেন, বিস্ফোরণের শব্দ শোনা গেলেও কোনো হতাহতের বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
অন্যদিকে, পাকিস্তানি সংবাদমাধ্যমে দাবি করা হয় যে এই বিমান হামলায় টিটিপি প্রধান নূর ওয়ালী মেহসুদ নিহত হয়েছেন। তবে আফগান মিডিয়া এই খবর অস্বীকার করেছে। মেহসুদের একটি কথিত অডিও ক্লিপও প্রকাশ পেয়েছে, যেখানে তিনি নিজেকে জীবিত দাবি করে পাকিস্তানের বিরুদ্ধে মিথ্যা প্রচার চালানোর অভিযোগ এনেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর