imran khan death rumour pakistan

ব্যুরো নিউজ,  ২৭শে নভেম্বর ২০২৫ : পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (PTI) নেতা ইমরান খানের মৃত্যু নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া সমস্ত জল্পনা ও গুজব সরাসরি খারিজ করে দিল আদিয়ালা জেল কর্তৃপক্ষ। বেলুচিস্তানের বিদেশ মন্ত্রক যখন পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই (ISI) এবং সেনাপ্রধান আসিম মুনিরকে জেলখানার ভেতরে ইমরান খানকে হত্যার ষড়যন্ত্র করার অভিযোগে অভিযুক্ত করেছে, সেই সময় জেল কর্তৃপক্ষ ও পাক সংবাদমাধ্যম নিশ্চিত করেছে যে ইমরান খান জেলের ভেতরেই আছেন এবং ‘সম্পূর্ণ সুস্থ ও ভালো’ আছেন

জেল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, তাঁকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার খবর সম্পূর্ণ মিথ্যা এবং তাঁর স্বাস্থ্য নিয়ে যে জল্পনা চলছে, তা ভিত্তিহীন। তাঁর সুস্থতা নিশ্চিত করতে সমস্ত প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবা ও তত্ত্বাবধান তাঁকে দেওয়া হচ্ছে।

রাজনৈতিক নেতাদের সঙ্গে সাক্ষাতের দিন ধার্য

ইমরান খানের স্বাস্থ্য এবং অবস্থান নিয়ে তাঁর পরিবার ও পিটিআই সমর্থকদের উদ্বেগ থাকা সত্ত্বেও, জেল প্রশাসন রাজনৈতিক নেতাদের সঙ্গে তাঁর সাক্ষাতের দিন ধার্য করেছে।

  • সাক্ষাৎকারী: পিটিআই সেক্রেটারি জেনারেল সালমান আকরাম রাজা যে তালিকা জমা দিয়েছেন, তাতে খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি, জাতীয় পরিষদের সদস্য শাহিদ খট্টক, প্রাদেশিক মন্ত্রী মিনা খান, শওকত ইউসুফজাই সহ অন্যান্য নেতারা রয়েছেন।

  • আলোচনা: আশা করা হচ্ছে, মুখ্যমন্ত্রী আফ্রিদি সহ দলের অন্যান্য নেতারা জেলের ভেতরে খানের সঙ্গে আলোচনা করবেন এবং দলীয় অভ্যন্তরীণ বিষয়গুলো নিয়ে কথা বলবেন।

Sk. Hasina Bangladesh : মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিল ট্রাইব্যুনাল , রায় প্রত্যাখ্যান আওয়ামী লীগের

বোনের অবস্থান বিক্ষোভ প্রত্যাহার, আশ্বাস পুলিশের

এদিকে, রাওয়ালপিণ্ডি সেন্ট্রাল জেলের (আদিয়ালা জেল) বাইরে জড়ো হওয়া ইমরান খানের পরিবার এবং পিটিআই সমর্থকরা তাঁর অবস্থা ও অবস্থান জানতে চেয়ে বিক্ষোভ দেখাচ্ছিলেন।

  • আলীমা খানের অবস্থান: ইমরানের বোন আলেমা খান গোরাখপুর চেকপোস্টে দীর্ঘদিনের অবস্থান বিক্ষোভ প্রত্যাহার করে নিয়েছেন। পুলিশ তাঁর সঙ্গে তাঁর ভাইয়ের সাক্ষাতের ব্যবস্থা করার আশ্বাস দেওয়ার পরই তিনি এই সিদ্ধান্ত নেন। পরিবারকে পরে এবং আগামী মঙ্গলবার সাক্ষাতের অনুমতি দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

  • গুরুত্বপূর্ণ অভিযোগ: আলেমা খান দাবি করেন যে তাঁর ভাইকে নির্জন কারাবাসে অমানবিক ও বেআইনি পরিস্থিতিতে রাখা হয়েছে। তিনি এই পরিস্থিতিকে “জঙ্গল আইন” বলে উল্লেখ করেন এবং ইমরান খানের প্রতি দুর্ব্যবহারের অভিযোগ আনেন।

Delhi Car Blast : লালকেল্লা বিস্ফোরণ তদন্তে উঠে এলো পাক , বাংলাদেশি এবং তুরস্ক যোগ ! জানুন বিস্তারিত ।

পিটিআই-এর দাবি ও মন্ত্রীর মন্তব্য

পিটিআই-এর পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক বিবৃতিতে ‘আফগান মিডিয়া এবং বিদেশী সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট’ থেকে ছড়ানো গুজবকে ‘ঘৃণ্য প্রকৃতির’ বলে দাবি করা হয়েছে। দল বর্তমান সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে অবিলম্বে এই গুজব পরিষ্কার করে ইমরান খান এবং তাঁর পরিবারের মধ্যে সাক্ষাতের ব্যবস্থা করার দাবি জানিয়েছে।

অন্যদিকে, পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ দাবি করেছেন যে পিটিআই প্রতিষ্ঠাতা কারাগারে যথেষ্ট আরামেই আছেন। তিনি বলেন, “তাঁর জন্য এমন খাবার আসে, যা পাঁচতারা হোটেলেও পাওয়া যায় না,” এবং তাঁর ব্যবহারের জন্য ব্যায়ামের সরঞ্জামও রয়েছে।

ইমরান খান বর্তমানে তোশাখানা দুর্নীতি মামলা সহ একাধিক অভিযোগে রাওয়ালপিণ্ডির এই উচ্চ-নিরাপত্তা কারাগারে বন্দি আছেন। এই জেলেই এর আগে নওয়াজ শরিফ, আসিফ আলি জারদারি, ইউসুফ রাজা গিলানি সহ অন্যান্য বিশিষ্ট রাজনৈতিক নেতারাও কারাবন্দি ছিলেন।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর