ব্যুরো নিউজ ৩১ অক্টোবর ২০২৫ : আইসিসি নারী বিশ্বকাপ ২০২৫-এর দ্বিতীয় সেমিফাইনালে এক ঐতিহাসিক জয় ছিনিয়ে নিয়ে বিশ্বকে চমকে দিল ভারত। ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার দেওয়া পাহাড় প্রমাণ ৩৩৯ রানের লক্ষ্য তাড়া করে ভারত ৫ উইকেটে জয় লাভ করে, যা নারী বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ সফল রান তাড়ার রেকর্ড। এই জয় দিয়ে অস্ট্রেলিয়ার বিশ্বকাপে টানা ১৫ ম্যাচের অপরাজেয় ধারাও শেষ হলো। ফাইনাল ম্যাচে ভারত রবিবার দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে।
জেমাইমা ম্যাজিক: ঈশ্বর স্মরণ করে ১২৭*
ভারতের এই মহাকাব্যিক জয়ের মূল কারিগর হলেন তাঁর প্রথম বিশ্বকাপ খেলতে নামা জেমাইমা রডরিগেজ। তিনি অধিনায়ক হারমানপ্রীত কৌরের ২০১৭ সালের ডার্বির ১৭৫ রানের ইনিংসের স্মৃতি ফিরিয়ে এনে ১২৭ রানের এক অপরাজিত মহৎ ইনিংস খেলেন। ম্যাচ শেষে জেমাইমা বলেন, “আমি শুধু বাইবেলের একটি শাস্ত্রাংশ স্মরণ করছিলাম—স্থির থাকতে এবং ঈশ্বর আমার জন্য লড়বেন। আমি শুধু সেখানেই দাঁড়িয়ে ছিলাম, আর তিনিই আমার জন্য লড়লেন।”
চাপের মুখে হারমান-জেমাইমা জুটির রেকর্ড
৩৩৯ রান তাড়া করতে নেমে ভারত ৫৯/২ হয়ে শুরুতেই চাপে পড়ে যায়। শেফালি ভার্মা (১০) এবং স্মৃতি মন্ধানা (২৪) অল্প রানে ফেরেন। এরপর জেমাইমার সাথে ক্রিজে যোগ দেন অধিনায়ক হারমানপ্রীত কৌর।
- রেকর্ড জুটি: এই জুটি তৃতীয় উইকেটে ১৬৭ রানের এক রেকর্ড পার্টনারশিপ গড়ে তোলে, যা বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের যেকোনো উইকেটে সর্বোচ্চ।
- হারমানপ্রীতের ইনিংস: পায়ে ক্র্যাম্প নিয়েও হারমানপ্রীত ৮৮ বলে ১০টি চার ও ২টি ছক্কা সহ ঝোড়ো ৮৯ রান করেন, যা তাঁর ২০১৭ সালের ইনিংসের কথা মনে করিয়ে দেয়। তিনি আলানা কিং-এর বলে ৮২ রানে জেমাইমার ক্যাচ মিস হওয়ার ঘটনায় অসিদের হতাশা বাড়ান।
- জেমাইমার শতরান: অন্যদিকে, জেমাইমা ১১৫ বলে তাঁর প্রথম বিশ্বকাপ শতরান পূর্ণ করেন। শেষ দিকে দীপ্তি শর্মা (২৪) ও রিচা ঘোষের (১৬ বলে ২৬ রান, ২টি ছয়) ছোট অথচ কার্যকরী ইনিংস জয়কে আরও সহজ করে দেয়। আমানজোত কৌর ৯ বল বাকি থাকতেই উইনিং বাউন্ডারি মেরে ভারতকে ফাইনালে পৌঁছে দেন।
অস্ট্রেলিয়ার আক্রমণাত্মক ইনিংস
এর আগে, টসে জিতে অস্ট্রেলিয়া ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ফিবি লিচফিল্ডের অসাধারণ সেঞ্চুরি এবং এলিস পেরি ও অ্যাশলে গার্ডনারের অর্ধশতরানে তারা ৩৩৮ রানের বিশাল স্কোর খাড়া করে।
- মুখ্য স্কোরার: ফিবি লিচফিল্ড ১৭টি চার ও ৩টি ছক্কা সহ ৯৩ বলে ১১৯ রান করেন। এলিস পেরি খেলেন ৭৭ রানের এক গুরুত্বপূর্ণ ইনিংস। শেষ দিকে অ্যাশলে গার্ডনার মাত্র ৪৫ বলে ৪টি ছক্কা সহ ৬৩ রান করে অস্ট্রেলিয়াকে ৩০০ পার করিয়ে দেন।
- ভারতের বোলিং: ভারতের পক্ষে দীপ্পি শর্মা (২/৬০) শেষ ওভারে জোড়া উইকেট নিলেও, দিনটা ছিল মূলত অস্ট্রেলিয়ান ব্যাটারদের।
অধিনায়কের প্রতিক্রিয়া ও বিশেষজ্ঞদের প্রশংসা
ভারতের জয়কে ঐতিহাসিক আখ্যা দিয়েছেন অধিনায়ক হারমানপ্রীত কৌর। তিনি বলেন, “অত্যন্ত গর্বিত। নিজেকে প্রকাশ করার মতো ভাষা নেই। মনে হচ্ছে যেন আমরা সেই লাইনটি পার করেছি, যার জন্য আমরা এত বছর ধরে কাজ করছিলাম।” তিনি জেমাইমার প্রশংসা করে বলেন, “ওর ওপর আমাদের সব সময়ই ভরসা থাকে। ও মাথা ঠান্ডা রেখে শেষ পর্যন্ত ব্যাটিং করেছে।”
প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেহবাগ ভারতীয় নারী দলের পারফরম্যান্সের প্রশংসা করে এক্স-এ লেখেন, “অস্ট্রেলিয়া ভাবছিল আরও একটা সেমিফাইনাল, সহজে জেতো আর ফাইনালে পৌঁছাও—কিন্তু আমাদের মেয়েরা ভাবল এটাই আসল ধামাকা করার সুযোগ! সমস্ত সমালোচনার জবাব দিল। কী খেলাটাই না দেখালো। উইমেন ইন ব্লু-কে নিয়ে গর্বিত।” ঋষভ পন্ত একে “হৃদয়, লড়াই এবং বিশ্বাসের পূর্ণ ম্যাচ” বলে অভিহিত করেন।
Asia Cup Cricket 2025 : হেরে গিয়ে এশিয়া কাপ ট্রফি নিয়ে ‘পলায়ন’ পাক মন্ত্রীর! কড়া বার্তা দিল BCCI।
শোক প্রকাশ
অস্ট্রেলিয়া ও ভারত, উভয় দলের খেলোয়াড়রা মেলবোর্নে নেটে ব্যাট করার সময় দুর্ঘটনার শিকার হয়ে প্রয়াত কিশোর ক্রিকেটার বেন অস্টিন-এর প্রতি শ্রদ্ধা জানাতে কালো আর্মব্যান্ড পরেছিলেন।
সংক্ষিপ্ত স্কোর:
| দল | স্কোর | 
| অস্ট্রেলিয়া | ৩৩৮ (ফিবি লিচফিল্ড ১১৯, এলিস পেরি ৭৭, অ্যাশলে গার্ডনার ৬৩; এন শ্রী চারণী ২/৪৯) | 
| ভারত | ৩৪১/৫ (জেমাইমা রডরিগেজ ১২৭*, হারমানপ্রীত কৌর ৮৯; কিম গার্থ ২/৪৬) | 
 
				
 
								 
								 
								
















