ব্যুরো নিউজ,২৪ আগস্ট:ট্রেনে আবারও আগুন। ফের আতঙ্কের মুখে ট্রেন। হাওড়া থেকে তারকেশ্বর যাওয়ার লাইনে কামারকুন্ডু স্টেশনে ট্রেনের কামরার নিচ থেকে ধোঁয়া বেড়াতে দেখা যায় আর এই নিয়েই আতঙ্ক ছড়ায়।
কি করে লাগলো আগুন
RG Kar case: কোথায় লুকিয়ে রহস্য? নির্যাতিতার সঙ্গে ডিনার ৪ চিকিৎসকের,গোপন জবানবন্দি চাইছে সিবিআই
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাওড়া থেকে তারকেশ্বর যাওয়ার পথে এই ট্রেনটি কামারকুন্ডু স্টেশন এ দাঁড়াতেই ট্রেনটির একটি বগির নিচ থেকে ধোঁয়া বেরতে দেখা যায়। আর এই ধোয়া লাগার মাত্রই আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। এরপর সেখানে রেল কর্মী এসে মেরামত করে যান্ত্রিক ত্রুটিগুলির। তবে এখন পর্যন্ত কোন রকম হতাহতের খবর পাওয়া যায়নি।কিন্তু এখনো কিভাবে ধোয়া লাগল সেটা জানা যায়নি?রেল আধিকারিক সূত্রে খবর, ব্রেক সু থেকে আগুনের ফুলকি ছিটকে ধোঁয়া বের হয়। রেলকর্মীরা সেখানে গিয়ে দ্রুত ত্রুটি সরিয়ে ফেলেন। প্রায় ১৫-২০ মিনিট ট্রেনটি দাঁড়িয়েছিল স্টেশনে।এই ট্রেনটি প্রায় আধ ঘন্টার উপর দাঁড়িয়ে ছিল কামারকুন্ডু স্টেশনে। এগারোটা নাগাদ ট্রেনটি তারকেশ্বরে পৌঁছায়।