লোকাল ট্রেন বাতিল

ব্যুরো নিউজ ১৪ নভেম্বর :পূর্ব রেলের মসাগ্রাম স্টেশন এবং দক্ষিণ-পূর্ব রেলের রুটের মধ্যে রেলপথ সংযুক্তিকরণের জন্য গুরুত্বপূর্ণ কাজ শুরু হয়েছে। এই ইন্টারলকিংয়ের কাজের জন্য হাওড়া-বর্ধমান কর্ড এবং মেন লাইনে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত ৫২টি ট্রেন বাতিল থাকবে।  যা যাত্রীদের জন্য একাধিক সমস্যা সৃষ্টি করবে।

ট্রাম্পের সমর্থনে তুলসি গ্যাবার্ডঃ গোয়েন্দা প্রধান হিসেবে তার নতুন ভূমিকা

জেনে নিন কোন কোন ট্রেন বাতিল থাকবে?

এই কাজের জন্য বিশেষত হাওড়া-বর্ধমান লোকাল এবং মেন লোকাল ট্রেনের বেশ কয়েকটি পরিষেবা বন্ধ থাকবে। হাওড়া থেকে সকাল থেকে রাত পর্যন্ত মোট ১১টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। একইভাবে, বর্ধমান থেকে হাওড়া যাওয়ার জন্য যাত্রা শুরু করা ১২টি ট্রেনও বাতিল থাকবে। এর মধ্যে কিছু ট্রেনের যাত্রা ভোরে শুরু। আবার কিছু ট্রেনের যাত্রা রাত ১০টার পরেও।

টাকার মূল্য রেকর্ড পতন, ভারতীয় মুদ্রা শক্তির সঙ্গে টক্কর দিচ্ছে ডলার

শিয়ালদা-বর্ধমান শাখাতেও দুটি গুরুত্বপূর্ণ ট্রেন বাতিল করা হয়েছে। ৩১১৫১ আপ ট্রেনটি সকাল ১০:১৫-এ শিয়ালদা থেকে ছাড়ার কথা ছিল। কিন্তু সেটি বাতিল করা হয়েছে। অপরদিকে ৩১১৫২ ডাউন ট্রেনটি বর্ধমান থেকে দুপুর ২:৪৫-এ ছাড়ার কথা ছিল তবে সেটি চলাচল করবে না।

ব্যান্ডেল-বর্ধমান রুটেও কয়েকটি ট্রেন বাতিল হয়েছে। আপ ট্রেন ৩৭৭৮১, ৩৭৭৮৩ এবং ৩৭৭৮৫ বাতিল করার পাশাপাশি ডাউন ট্রেন ৩৭৭৮২, ৩৭৭৮৪, এবং ৩৭৭৮৬ এর যাত্রা বাতিল করা হয়েছে। এই বাতিলকৃত ট্রেনগুলির মধ্যে কিছু গভীর রাত এবং ভোরের ট্রেন রয়েছে। যা যাত্রীদের মধ্যে আরও বেশি অস্বস্তি সৃষ্টি করতে পারে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর