সাইবার প্রতারণা থেকে নিজেকে দূরে রাখবেন কিভাবে?

ব্যুরো নিউজ, ১৭ জানুয়ারি:বর্তমানে ডিজিটাল মাধ্যমে প্রতারণার ঘটনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। অনলাইনে কেনাকাটা, টিকিট বুকিং বা ই-ব্যাঙ্কিং—সব ক্ষেত্রেই সাইবার অপরাধীরা ফাঁদ পেতে বসে থাকে। একটু অসাবধানতা হলেই আপনি হতে পারেন প্রতারণার শিকার। এই প্রতারণা কেবল টাকার ক্ষতি নয়, আপনার মোবাইল ফোনটি হ্যাক হয়ে আপনার ব্যক্তিগত তথ্যও অপরাধীদের হাতে চলে যেতে পারে। তবে ফোন হ্যাক হয়েছে কি না, তা বোঝার উপায় রয়েছে। চলুন জেনে নিই সেই উপায়গুলি।

স্পেসএক্সের স্টারশিপে বিপর্যয়: বিমান পরিষেবায় বিপর্যয়, আবারও ভেঙে পড়ল রকেট

কিভাবে বুঝবেন?


ফোনের চার্জের সমস্যা: ফোনের চার্জ একাধিক বার দেওয়ার পরেও যদি তা তলানিতে চলে যায়, তবে বুঝবেন ফোনটি হ্যাক হওয়ার ঝুঁকি রয়েছে। ফোন খারাপ হলে এমনটা হতে পারে, তবে যদি ফোনে কোনো অজ্ঞাত অ্যাপ চলছে, তবে তা থেকেই এই সমস্যা হতে পারে। হয়তো সেই অ্যাপটির মাধ্যমে হ্যাকার আপনার ফোনে হানা দিয়েছে।

ফোন গরম হয়ে যাওয়া: যেকোনো মোবাইল ফোনের গরম হয়ে যাওয়ার একটি কারণ হল দীর্ঘ সময় ধরে কথা বলা। তবে যদি ফোনে কোনো কাজ না করেও হঠাৎ গরম হয়ে যায়, তাহলে এটি একটি বিপদের ইঙ্গিত হতে পারে। এমন অবস্থায় সতর্ক থাকা জরুরি।

অযাচিত মেসেজ বা পপ-আপ: ফোনে অযাচিত মেসেজ বা পপ-আপ বিজ্ঞাপন আসা শুরু হলে সাবধান হোন। যদি অশ্লীল বা অপ্রাসঙ্গিক বিজ্ঞাপন আসতে থাকে, তা হলে বুঝতে হবে ফোনটি সুরক্ষিত নয়।

মঙ্গলের বক্রী অবস্থানঃ কাদের জন্য আসছে শুভ সময়? দেখে নিন আপনার রাশি সম্পর্কে 

ফোনের আচমকা রিস্টার্ট বা অ্যাপ ইনস্টল হওয়া: ফোন যদি হঠাৎ নিজে থেকেই রিস্টার্ট হতে থাকে অথবা নিজে থেকেই অজানা অ্যাপ ইনস্টল হতে থাকে, তা হলে এটি একটি গুরুতর সংকেত। এই সব লক্ষণ বুঝতে হবে ফোনে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটছে।

অজানা নম্বরে কল বা মেসেজ পাঠানো: যদি আপনার ফোন থেকে আপনার বন্ধুদের বা পরিবারের সদস্যদের কাছে অজানা মেসেজ বা কল চলে যায়, তাহলে বুঝতে হবে আপনার ফোনটি কেউ হ্যাক করেছে এবং আপনার ব্যক্তিগত তথ্যের উপর নজর রাখছে।

গ্যালারিতে অচেনা ছবি বা ক্যামেরার ফ্ল্যাশ অন হওয়া: আপনার ফোনের গ্যালারিতে যদি অচেনা কোনও ছবি থাকে বা ক্যামেরার ফ্ল্যাশ নিজে থেকেই অন হয়ে যায়, তবে এটি আপনার ফোনের হ্যাক হওয়ার লক্ষণ হতে পারে।

যৌন উত্তেজক ও মদ্যপানের মিশ্রণে মৃত্যু হল ৩০ বছর বয়সী এক যুবকের 

ফোন হ্যাকিং থেকে বাঁচার উপায়: ১. ফোনের সফ্টওয়্যার সবসময় আপডেট করুন। ২. একটি ভাল কোম্পানির অ্যান্টিভাইরাস ইনস্টল করুন। ৩. অজানা বা সন্দেহজনক অ্যাপ ইনস্টল করার আগে ভালোভাবে যাচাই করুন। ৪. সন্দেহজনক কিউআর কোড স্ক্যান না করার পরামর্শ দেওয়া হয়। ৫. ইমেল বা মেসেজে কোনো লিঙ্ক এলে তা খুলবেন না, বিশেষত যদি কোনও অ্যাপ ডাউনলোড করতে বলা হয়।

এই ধরনের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করলে আপনি আপনার ফোন এবং ব্যক্তিগত তথ্যকে সাইবার অপরাধীদের হাত থেকে সুরক্ষিত রাখতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর