Panihati Body Recover

ব্যুরো নিউজ, ১১ এপ্রিল : গার্ডেনরিচ, বিরাটির পর এবার কোন্নগরের নবগ্রাম। বহুতল নির্মাণের সময় পাঁচিল ভেঙে মৃত হল দুই শ্রমিকের। বৃহস্পতিবার উত্তরপাড়া থানার অন্তর্গত নবগ্রামে পঞ্চায়েতের নবচক্র এলাকায় দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে যায় উত্তরপাড়া থানার পুলিশ। স্থানীয়দের দাবি, পুরনো বাড়ির পাশেই তৈরি হচ্ছিল বহুতল। দেওয়াল ঘেঁষে রাখা ছিল নির্মীয়মাণ বহুতলের ইমারতি সামগ্রী। রাস্তার পাশে পুরোনো পাঁচিল গার্ড না করেই কাজ হচ্ছিল। ভিতের কাজ করার সময় হঠাৎই সংলগ্ন পাঁচিল ধসে পরে। পাঁচিল চাপ পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়। আহত হন দুজন। আহত দুজনকে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত্যু হয় এক শ্রমিকের।

রাজ্য-রাজ্যপাল সংঘাত! আদালত অবমাননার অভিযোগে রাজ্যপালকে চিঠি শিক্ষা দফতরের

Advertisement of Hill 2 Ocean

নিরাপত্তা ছাড়া কাজ চলছিল, অভিযোগ স্থানীয়দের

এই ঘটনার পর স্বাভাবিক ভাবেই স্থানীয়রা ক্ষোভে ফেটে পড়েন। তাদের অভিযোগ, কোনও রকম নিরাপত্তা ছাড়াই কাজ চলছিল। রাস্তার পাশে পুরোনো পাঁচিল গার্ড না করেই কাজ হচ্ছিল। কীভাবে পঞ্চায়েত এলাকায় জি প্লাস ফোর আবাসনের অনুমতি দেওয়া হয়েছে। প্রশ্ন তোলেন স্থানীয়রা।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর