hm amit shah in kolkata

ব্যুরো নিউজ, ৩০শে ডিসেম্বর ২০২৫ : মঙ্গলবার কলকাতায় এক সাংবাদিক সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ করে বলেন, গত ১৫ বছরের তৃণমূল শাসনে বাংলা কেবল ‘ভয়, দুর্নীতি, অপশাসন এবং অনুপ্রবেশ’ দেখেছে। তিনি অভিযোগ করেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার রাজ্যকে উন্নয়নের পথ থেকে সরিয়ে দিয়েছে। অনুপ্রবেশ রুখতে কড়া হুঁশিয়ারি দিয়ে শাহ বলেন, “বিজেপি ক্ষমতায় এলে এমন একটি শক্তিশালী জাতীয় গ্রিড তৈরি করা হবে যে মানুষ তো দূরের কথা, একটা পাখিও সীমানা দিয়ে যাতায়াত করতে পারবে না।” তিনি আরও স্পষ্ট করে দেন যে, অনুপ্রবেশকারীদের কেবল চিহ্নিত করাই নয়, তাদের দেশ থেকে বের করার ব্যবস্থাও করবে বিজেপি।

নেতাজির উত্তরাধিকার ও উন্নয়নের প্রতিশ্রুতি

৩০ ডিসেম্বর দিনটির ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে অমিত শাহ বলেন, ১৯৪৩ সালের এই দিনেই বাংলার বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসু পোর্ট ব্লেয়ারে প্রথম ভারতীয় পতাকা উত্তোলন করেছিলেন। সেই গর্বের দিনটিকে স্মরণ করে তিনি বলেন, বাংলার মানুষ এখন এমন একটি সরকার চায় যা উন্নয়নের পাশাপাশি রাজ্যের গৌরবময় ঐতিহ্য ফিরিয়ে আনবে। বিজেপি ক্ষমতায় এলে ‘গরিব কল্যাণ’ বা দরিদ্রদের উন্নয়নে বিশেষ জোর দেওয়া হবে বলে তিনি প্রতিশ্রুতি দেন।

Amit Shah : অসমের হুঙ্কার শেষে আজ বঙ্গে শাহ: নজর অনুপ্রবেশ ও নতুন রাজ্য কমিটিতে

ম্যারাথন বৈঠক ও নির্বাচনী কৌশল

তিন দিনের সফরে কলকাতায় এসে সোমবার রাতেই সল্টলেকের দলীয় কার্যালয়ে রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন অমিত শাহ। এই বৈঠকে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্যসহ লকেট চ্যাটার্জি ও বিপ্লব দেবের মতো কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন। বৈঠকের প্রধান আলোচনার বিষয় ছিল:

  • মতুয়া ও রাজবংশী ফ্যাক্টর: ভোটার তালিকার বিশেষ সংশোধনীতে বহু মতুয়া মানুষের নাম বাদ পড়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেন শাহ। এই সমস্যা মেটাতে দলকে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে।

  • সংগঠন শক্তিশালীকরণ: মণ্ডলে মণ্ডলে পদযাত্রা, জনসম্পর্ক অভিযান এবং আসন্ন রথযাত্রার রুট ম্যাপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

  • মমতার ‘সফট হিন্দুত্ব’ মোকাবিলা: দিঘার জগন্নাথ মন্দির বা নিউ টাউনের দুর্গাঙ্গন প্রকল্পের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়ের হিন্দু ভোট টানার কৌশলকে কীভাবে প্রতিহত করা যায়, তা নিয়ে দলীয় নেতাদের পরামর্শ দেন তিনি।


Amit Shah BJP : বঙ্গ সফরে অমিত শাহ: ‘বিদ্রোহী’ দিলীপের বাংলাদেশের পরিস্থিতি নিয়ে দিল্লিকে কড়া বার্তা !

কর্মসূচির পরবর্তী ধাপ

সফরের দ্বিতীয় দিনে অমিত শাহ আরএসএস (RSS) এবং বিজেপির কোর কমিটির সদস্যদের সঙ্গে বৈঠকে বসছেন। বুধবার তিনি কলকাতার ১৪৪টি ওয়ার্ডের বুথ স্তরের কর্মীদের এবং বিজেপি বিধায়কদের সঙ্গে বৈঠক করবেন। এছাড়াও তাঁর ঠনঠনিয়া কালীবাড়িতে পুজো দেওয়ার কর্মসূচি রয়েছে। শাহের এই ঘনঘন বৈঠক এবং কর্মসূচি ইঙ্গিত দিচ্ছে যে, ২০২৬-এর লড়াইয়ে বিজেপি এক ইঞ্চি জমিও ছাড়তে নারাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর