Shuvendu's twelve-point demand

ব্যুরো নিউজ, ১২ জুন : হাইকোর্টের রক্ষাকবচ পেলেন শুভেন্দু অধিকারী। ২৮ জুন পর্যন্ত শুভেন্দু অধিকারীর কোলাঘাটের বাড়িতে পুলিশ তল্লাশি চালাতে পারবে না বলে জানিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। এই মামলার পরবর্তী শুনানি আগামী ১৯ জুন।

ফের জঙ্গি হামলা কাশ্মীরে

২৮ জুন পর্যন্ত পুলিশি তল্লাশির উপর অন্তর্বতী স্থগিতাদেশ

প্রসঙ্গত, মেদিনীপুরে নির্বাচনের আগের দিন অর্থাৎ ২৪ মে কোলাঘাটে শুভেন্দু অধিকারীর বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। চক্রান্ত করে পুলিশ তাকে হেনস্থা করছে বলে দাবি শুভেন্দু অধিকারীর। তার এই বক্তব্যের প্রেক্ষিতে শুভেন্দু অধিকারীর আইনজীবী আফালতে হলফনামা পেশ করেন।

BJP Helpline

অন্যদিকে রাজ্যের দাবি পুলিশের কাছে খবর ছিল সুরজিৎ দাস নামে এক ব্যক্তির বাড়িতে অস্ত্র ও টাকা জড়ো রাখা হয়েছে। তারই সন্ধানে যায় পুলিশ। এর সঙ্গে মামলাকারী শুভেন্দু অধিকারীর কোনও সম্পর্ক নেই বলে দাবি রাজ্যের। তবে এবার শুভেন্দু অধিকারীর কোলাঘাটের অফিসে তল্লাশি নিয়ে হাইকোর্ট ২৮ জুন পর্যন্ত তল্লাশি চালানো যাবে না বলে জানিয়ে দিল হাইকোর্ট। অন্যদিকে আদালত এও জানিয়েছে পুলিশের কোনো প্রয়োজন হলে আদালতের দ্বারস্থ হতে পারে পুলিশ।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর