ব্যুরো নিউজ, ২২ মে : বড় ধাক্কা রাজ্যের! ২০১০ সালের পর তৈরি হওয়া সব ওবিসি সার্টিফিকেট বাতিল করল আদালত। ‘শুভেন্দুর বাড়িতে রেড করিয়েছেন মমতা, ২৫ পয়সাও পাননি, এইভাবে ভয় পাওয়ানো যাবে না’, সরব শাহ ২০১০ সালের পর থেকে তৈরি হওয়া সব ওবিসি সার্টিফিকেট বাতিল করল কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশে প্রায় ৫ লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল হতে চলেছে।
২০১০ সালের পরে যে সমস্ত ওবিসি সার্টিফিকেট তৈরি করা হয়েছে, তা যথাযথভাবে আইন মেনে হয়নি, ফলে এদিন প্রায় ৫ লক্ষ শংসাপত্র বাতিলের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ। তবে ২০১০ সালের পর তৈরি হওয়া ওবিসি সার্টিফিকেটের ভিত্তিতে যারা ওবিসি সংরক্ষণের আওতায় যারা চাকরি পেয়েছে তাদের চাকরি বহাল থাকবে। এছাড়াও আদালত জানিয়েছে, এরপর কারা এই ওবিসি সংরক্ষণের আওতায় থাকবে তা রাজ্যের আইনসভা ঠিক করবে। ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার কমিশনের ওবিসিদের তালিকা বিধানসভাকে পাঠাতে হবে। এরপর বিধানসভা চূড়ান্ত অনুমোদন দেবে।