-sita-soren-joined-the-bjp

পুস্পিতা বড়াল, 20 মার্চ:  দলের সমস্ত পদ ছাড়ার কথা ঘোষণা করেছিলেন মঙ্গলবার সকালে। কিন্তু বেলা গড়াতেই ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম)-র প্রতিষ্ঠাতা শিবু সোরেনের পুত্রবধূ তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বৌদি সীতা সোরেন বদলালেন দল।

সীতা সোরেন বদলালেন দল!

-sita-soren-joined-the-bjp

জেএমএম বিধায়ক সীতা দিল্লিতে বিজেপির সদর দফতরে গিয়ে সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিনোদ তাওড়ের উপস্থিতিতে যোগ দেন পদ্ম শিবিরে। ঝাড়খণ্ডের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় পর্যবেক্ষক লক্ষ্মীকান্ত বাজপেয়ীও সেখানে হাজির ছিলেন। সূত্রের খবরে জানা গিয়েছে, বিজেপি দুমকা জেলার লোকসভা কেন্দ্রের প্রার্থী করতে পারে সীতাকে।

Advertisement of Hill 2 Ocean

রেলকর্মীদের সাহায্যে ট্রেনের মধ্যেই জন্ম হলো এক ফুটফুটে সন্তানের! প্রশংসায় পঞ্চমুখ রেলযাত্রীরা!

সীতা জেএমএম প্রতিষ্ঠাতা শিবু সোরেনের জ্যেষ্ঠ পুত্র প্রয়াত দুর্গা সোরেনের স্ত্রী দুমকা জেলার জামা কেন্দ্রের তিন বারের বিধায়ক। হেমন্ত সক্রিয় রাজনীতিতে আসার আগে শিবুর রাজনৈতিক সহকারী ছিলেন দুর্গা। তিনি বিধানসভাতেও দলকে নেতৃত্ব দিয়েছেন। দুর্গার মৃত্যুর পরে সক্রিয় রাজনীতিতে এসেছিলেন সীতা ২০০৯ সালে। তিনি রাজনীতিতে আসা ইস্তক বহুবার সঙ্ঘাতে জড়িয়েছেন হেমন্তের সঙ্গে। জেএমএম সূত্রের খবরে জানা গিয়েছে, মন্ত্রী না করায় দীর্ঘ দিন ধরেই সীতা ক্ষুব্ধ ছিলেন।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর