লাবনী চৌধুরী, ২১ জুন: একটা লম্বা ছুটি পেলে হরসিল ভ্যালি , গঙ্গোত্রী ঘুরে আসতে কিন্তু মন্দ লাগবে না। ভাবছেন ট্রেক করতে হবে? তবে বলে রাখি ট্রেক নয়। চাইলে এই পথেই ট্রেক করতে পারেন আর না চাইলে গাড়ি তো আছেই।
ঘুরে আসি: কালিম্পংয়ের ছোট্ট গ্রাম সামথার
গঙ্গোত্রীর ধারে, গাড়ওয়াল রেঞ্জের মাঝে হরসিল ভ্যালি। ছবির মত সুন্দর এই জায়গা। সোলো ট্রিপের অপশন তো রয়েইছে। তবে ফ্যামিলি ট্রিপ বেজায় আনন্দ দেবে।
হাওড়া থেকে ঋষিকেশগামি ট্রেনের টিকিট বুক করে নিন। এখন নিশ্চয়ই বুঝতে পারছেন কোথায় মানতে হবে! ঋষিকেশ থেকেই শুরু করতে পারেন আপনার যাত্রা।
প্রথম দিন- ঋষিকেশ থেকে গাড়ি বুক করে বেড়িয়ে পড়ুন গঙ্গোত্রীর উদ্দেশ্যে। সেখানে দেখে নেবন সূর্য্য কুন্ড। রাত্রিবাস গঙ্গোত্রী তেই।
দ্বিতীয় দিন- প্রাতঃরাশ সেরে আজ বেড়িয়ে পড়ুন হরসিল্ ভ্যালির পথে। পথেই মিলবে গার্তাঙ্গ গলি, মুখবা গ্ৰাম। রাত্রিবাস হরসিল্ ভ্যালি।
তৃতীয় দিন- আজ সারা ফিন হরসিল্ ভ্যালি সাইট সিন করতে পারেন। দেখে নিতে পারেন লামা টপ, মন্দাকিনী ফলস, বাগোরি ভিলেজ।
চতুর্থ দিন- আজ ফেরার পালা। হরসিল্ ভ্যালি থেকে ঋষিকেশ ফেরার পথে দেখে নিন খেড়ি ওয়াটার ফলস। আর সেদিন রাতেই ফেরার ট্রেনও ধরতে পারেন।