ব্যুরো নিউজ,২২ ফেব্রুয়ারি :শুক্রবার ডব্লিউপিএলে গতবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ানস আরসিবিকে হারিয়ে নিজেদের জয় নিশ্চিত করেছে। ১৬৮ রান তাড়া করতে নেমে মুম্বইয়ের শুরুটা কিছুটা খারাপ হয়েছিল। দ্বিতীয় ওভারেই তারা হারায় যস্তিকা ভাটিয়াকে (৮ বলে ৮)। কিম গার্থ তাকে ফিরিয়ে দেন। এরপর ষষ্ঠ ওভারে হেইলি ম্যাথেউজও (১০ বলে ১৫) ফিরে যান। এরপর মুম্বইয়ের ইনিংস টানেন ন্যাট শিভার ব্রান্ট। তিনি ২১ বলে ৪২ রান করে ফিরে যান।
মহেন্দ্র সিং ধোনি: বয়স নয় পারফরম্যান্সই আসল বিষয়, ৪৩ বছরেও IPL-এর জন্য কঠোর পরিশ্রম করছেন
হরমনপ্রীত কউরের দুর্দান্ত ব্যাটিং
কিছুক্ষণ পরে অ্যামিলিয়া কের আউট হলে মুম্বইয়ের রান দাঁড়ায় ৯.১ ওভারে ৮২-৪। তবে অধিনায়ক হরমনপ্রীত কউরের দুর্দান্ত ব্যাটিংয়ের কল্যাণে মুম্বইয়ের জয়ের আশা বেঁচে থাকে। তিনি ৩৮ বলে অর্ধশতরান করেন এবং দলের রান বাড়ান। অবশেষে আমনজ্যৎ কউর (২৭ বলে অপরাজিত ৩৪) এবং কমলিনী গুনালন (৮ বলে অপরাজিত ১১) মুম্বইয়ের জয় নিশ্চিত করেন। বল হাতেও তিনটি উইকেট নেন আমনজ্যোৎ, তাই ম্যাচের সেরা খেলোয়াড় হিসেবে তিনি নির্বাচিত হন।
এর আগে, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ২০ ওভারে ১৬৭-৭ রান তোলে। তবে আরসিবির শুরুটা ছিল খারাপ, ৫৭ রানে ৪ উইকেট হারিয়েছিল তারা। এরপর এলিস পেরির দুর্দান্ত ইনিংসের কারণে তারা ম্যাচে ফিরে আসে। পেরি ৪৩ বলে ৮১ রান করেন, যার মধ্যে ছিল ১১টি বাউন্ডারি এবং ২টি ছক্কা। এছাড়া রিচা (২৫ বলে ২৮) এবং অধিনায়ক স্মৃতি মন্ধানা (১৩ বলে ২৬) কিছুটা রান যোগ করেন।এই ম্যাচে মুম্বইয়ের বোলিং তীব্র ছিল, আরসিবি ব্যাটিং লাইনআপকে কার্যকরভাবে প্রতিহত করে তারা। আরসিবির বিপক্ষে মুম্বইয়ের দুর্দান্ত জয় মনে রাখার মতো একটি পারফরম্যান্স ছিল।এদিকে, শনিবার ডব্লিউপিএলে দিল্লি ক্যাপিটালস ইউপি ওয়ারিয়র্সের বিরুদ্ধে খেলবে। পরপর দুটি ম্যাচ হারার পর দীপ্তি শর্মার নেতৃত্বে ইউপি ওয়ারিয়র্স এই ম্যাচে ঘুরে দাঁড়াতে চায়। দিল্লি ক্যাপিটালস তিনটি ম্যাচে দুটি জিতেছে, তাদের লক্ষ্য শীর্ষে উঠা। দিল্লির সবচেয়ে বড় আশা মেগ ল্যানিংয়ের ছন্দে ফেরা।