ব্যুরো নিউজ,২৭ আগস্ট:আর জি করের ডাক্তারের ধর্ষণ ও খুনের ঘটনার পর এবার সরব হলেন টলিউড তারকা অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। তিনি জানিয়েছেন বহুদিন আগে টলিউডে তাকেও যৌন হেনস্থার শিকার হতে হয়েছিল।এমনকি তার অনেক সহকর্মীকেও একইভাবে যৌন হেনস্থা করা হয়েছিল। এ কথাই তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। এর প্রতিবাদে এইবার তাদের সহকর্মী ও সকলকে ভয় না পেয়ে সোচ্চার হওয়ার ডাক দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কেও একটি চিঠি দিয়ে তিনি বিষয়টি তদন্ত করে অভিযুক্তদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন।
বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণে শুরু হতে চলেছে আন্তর্জাতিক শপিং ফেস্টিভ্যাল
মা হতে ভয় পাচ্ছেন সোহিনী ?
সুন্দরবনে দেখা মিলল রয়্যাল বেঙ্গল টাইগারের। আপ্লুত পর্যটকরা
ঋতাবরী অভিযোগ করেছেন বহু পরিচালক ও প্রযোজক এবং নায়ক বিকৃত মানসিকতার পরিচয় দিয়েছেন। কিন্তু তাদের বিরুদ্ধে কোন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি ।তাই তারা নিশ্চিন্তে কাজ করে যাচ্ছেন। অনেকে আবার সেই সব অপকর্ম করে এখন আরজি করের ঘটনায় প্রতিবাদ জানিয়ে হাতে মোমবাতি নিয়ে হাঁটছেন। উপযুক্ত তদন্তের ব্যবস্থা না নেওয় ওই একই অসভ্যতা টলিউডে চলছে। এইসব অমানবিক দানবদের বিরুদ্ধে এক হয়ে লড়াইয়ের সময় এসেছে ।নতুন করে ইন্ডাস্ট্রিকে ভয়মুক্ত করে গড়ে তুলতে হবে। এ বিষয়ে তিনি মালায়ালাম ছবির উদাহরণ দিয়েছেন। উল্লেখ্য টলিউডের আরেক নায়িকা সোহিনি সরকার প্রকাশ্যে প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেছেন যে সমাজ ব্যবস্থা চলছে এ রাজ্যে তাতে মা হওয়া সম্ভব নয়। সন্তানকে এই দেশে রেখে দিয়ে কাজ করা যাবে না। অভিনেত্রী অপরাজিতা আঢ্য তিনিও জানিয়েছেন মহিলাদের ওপর যে অন্যায় অত্যাচার চলছে তার উপযুক্ত বিচার করতে হবে। কোন ছেলে অপরাধ করলে তার দায় মায়ের উপরও বর্তায়। তাই সচেতন হতে হবে সকলকে।