ব্যুরো নিউজ ১৪ নভেম্বর :লম্বা, ঘন এবং কালো চুলের স্বপ্ন প্রত্যেকটি মেয়েই দেখে। কিন্তু দূষণ, অবহেলা ও নানা শারীরিক সমস্যার কারণে চুল পড়ার সমস্যা বেড়ে গেছে। হেয়ার ট্রিটমেন্ট বা দামি পণ্য ব্যবহারে তেমন সুরাহা পাওয়া যাচ্ছে না। তবে, এই সমস্যার সমাধান হতে পারে প্রাচীন এক ঘরোয়া উপাদান—মেথি দানা। এই হলুদাভ ছোট বীজটি চুলের নানা সমস্যার স্থায়ী সমাধান দিতে সক্ষম।
এই ম্যাজিক্যাল ফেসপ্যাকে ব্যাবহার করলে সাথে সাথেই ফিরে আসবে আপনার ত্বকের জেল্লা
চুলে কীভাবে মেথি দানা ব্যবহার করবেন?
মেথি বীজে রয়েছে প্রচুর আয়রন ও প্রোটিন যা চুলের বৃদ্ধিতে সহায়তা করে এবং চুলের গোড়া মজবুত রাখে। এতে উপস্থিত নিকোটিনিক অ্যাসিড এবং প্রোটিন খুশকি দূর করে, চুলের শুষ্কতা দূর করে, আর চুলকে করে তোলে উজ্জ্বল ও প্রাণবন্ত।
শীতের রুক্ষ-শুস্ক চুলের জেল্লা বাড়াতে চান? ব্যাবহার করুন আনারসের হেয়ার প্যাক
১. মেথি দানার জল স্প্রে:
এক মুঠো মেথি দানা একরাত জলে ভিজিয়ে রাখুন। সকালে সেই জলটি ছেঁকে স্প্রে বোতলে ভরে চুলে হেয়ার স্প্রের মতো লাগান। আধ ঘণ্টা পর হালকা শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। এটি চুলে প্রাকৃতিক ময়েশ্চার যোগায়।
২. মেথি ও জবা ফুল হেয়ার মাস্ক:
এক কাপ জলে এক মুঠো মেথি সারারাত ভিজিয়ে রাখুন। সকালে এটি সেদ্ধ করে মিহি পেস্ট বানান। বাকি জলে কয়েকটি জবা ফুল ও পাতা ফেলে ফুটিয়ে নিন। এবার মেথির পেস্ট ও জবাজল মিশিয়ে স্ক্যাল্পে লাগান। ৩০ মিনিট রেখে হালকা গরম জলে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুবার এই মাস্ক ব্যবহার করলে চুল পড়ার সমস্যা কমবে।