Gurugram Road Caves In After Heavy Rain, Truck Falls Into Giant Crater

ব্যুরো নিউজ ১০ জুলাই: গত বুধবার গভীর রাতে প্রবল বৃষ্টির জেরে গুরুগ্রামের সাউদার্ন পেরিফেরাল রোড -এ একটি বিশাল গর্ত তৈরি হয়। এই আকস্মিক ধসে একটি চলন্ত ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সেই গর্তে ঢুকে পড়ে উল্টে যায়। ঘটনায় ট্রাক চালক ও খালাসি আহত হয়েছেন বলে জানা গেছে।

আহমেদাবাদের বিমান দুর্ঘটনা কি অমীমাংসিত প্রেমের প্রতিশোধ ? জানুন এই রহস্য !

মৌসম ভবন জানিয়েছে, গত মাত্র ১২ ঘণ্টায় গুরুগ্রামে ১৩৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে, যার মধ্যে ৯০ মিনিটেই বৃষ্টিপাতের পরিমাণ ছিল ১০৩ মিমি। ওয়াজিরাবাদ তহসিলেও একই সময়ে ১২২ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, সম্প্রতি ওই রাস্তায় পাইপলাইনের কাজ হয়েছিল। তবে ধসের প্রকৃত কারণ জানতে কারিগরি তদন্ত শুরু হয়েছে।

এই ধসের প্রভাব শুধু-এই সীমাবদ্ধ থাকেনি। দিল্লি-এনসিআর অঞ্চলের বহু রাস্তাই জলমগ্ন হয়ে অচল হয়ে পড়ে। বসাই, গলফ কোর্স এক্সটেনশন রোড, রাজীব চৌক, শীতলা মাতা রোড, সদর বাজার, বাস অ্যাড্ডা রোড এবং আশেপাশের আবাসন এলাকাগুলোও জলের তলায় চলে যায়। দিল্লি-গুরুগ্রাম এক্সপ্রেসওয়ের নারসিংপুর চক ও সুভাষ চকে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়, যেখানে রাস্তা ও আন্ডারপাসগুলো পুরোপুরি জলের নিচে চলে গিয়েছিল।

ফের হেলিকপ্টার দুর্ঘটনা কেদারনাথে: মৃত্যু ৬ জনের

একাধিক গাড়ি জল ঠেলে চলতে না পেরে মাঝপথেই আটকে পড়ে। পরিস্থিতি বিবেচনা করে গুরুগ্রাম ট্র্যাফিক পুলিশ শহরবাসীকে অপ্রয়োজনে বাইরে বেরোতে নিষেধ করেছে। মৌসম ভবন আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় কমলা সতর্কতা জারি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর