গুজরাটের দাপটে হারলো ইউপি ওয়ারিয়র্স

ব্যুরো নিউজ,৪ ফেব্রুয়ারি:মহিলা প্রিমিয়ার লিগে ঘরের মাঠে বিশাল ব্যবধানে হারলো ইউপি ওয়ারিয়র্স। বেথ মুনির দুর্দান্ত ব্যাটিং ও গুজরাটের বোলারদের দাপটে ৮১ রানে হারতে হল দীপ্তি শর্মার দলকে। প্রথমে ব্যাট করে গুজরাট জায়ান্টস ১৮৬ রান তোলে, আর জবাবে ইউপি মাত্র ১০৫ রানে অলআউট হয়ে যায়। এই জয়ের ফলে পয়েন্ট টেবিলে এক লাফে দ্বিতীয় স্থানে উঠে এসেছে গুজরাট, যারা ম্যাচের আগে ছিল একেবারে শেষে।

কেকেআরের নতুন অধিনায়ক অজিঙ্ক রাহানে, বেঙ্কটেশ আয়ারকে টপকে দায়িত্ব পেলেন অভিজ্ঞ ব্যাটার

মুনি-হারলিনের তাণ্ডব

টস জিতে গুজরাটকে ব্যাট করতে পাঠিয়েছিল ইউপি। প্রথম ওভারের শেষ বলেই ওপেনার দয়ালান হেমলতা (২ রান) আউট হয়ে যান। কিন্তু এরপর শুরু হয় বেথ মুনি ও হারলিন দেওলের দুর্দান্ত জুটি। তাঁরা দ্বিতীয় উইকেটে ১০১ রান যোগ করেন। হারলিন ৩২ বলে ৪৫ রান (৬টি চার) করে আউট হলেও, মুনির ব্যাটে ঝড় চলতেই থাকে।মুনি ৫৯ বলে অপরাজিত ৯৬ রান করেন, যেখানে ছিল ১৭টি চারের মার। তাঁর অসাধারণ ইনিংসের সৌজন্যে গুজরাট ২০ ওভারে ১৮৬ রান সংগ্রহ করে। স্বাভাবিকভাবেই তিনি হন প্লেয়ার অফ দ্য ম্যাচ

গুজরাট বোলারদের আগ্রাসী বোলিং

১৮৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইউপি শুরুতেই ধাক্কা খায়। প্রথম ওভারেই অধিনায়ক অ্যাশলে গার্ডনার বল তুলে দেন দিয়েন্দ্রা ডটিনের হাতে, আর তিনি প্রথম ৫ বলের মধ্যেই ২ উইকেট তুলে নেন। এরপর পাওয়ারপ্লেতে কাশভি গৌতম ও মেঘনা সিং আরও দুটি উইকেট নেন, ফলে ইউপি একেবারে চাপে পড়ে যায়।মাত্র ৩৬ রানের মধ্যেই ৫ উইকেট হারিয়ে বিপর্যস্ত হয়ে পড়ে ইউপি ওয়ারিয়র্স। তারা শেষ পর্যন্ত ১৭.১ ওভারে ১০৫ রানেই অলআউট হয়ে যায়। ইউপির হয়ে সর্বোচ্চ রান করেন চিনেল হেনরি (২৮), গ্রেস হ্যারিস (২৫), উমা ছেত্রী (১৭) এবং সোফি একলেস্টন (১৪)। বাকিরা এক অঙ্কের ঘরেই আটকে যান।

রোহিত শর্মাকে ‘মোটা’ বলার জেরে তীব্র বিতর্ক, কংগ্রেস নেত্রীকে দেশ ছাড়ার পরামর্শ যোগরাজ সিংয়ের

কাশভির বিধ্বংসী স্পেল

গুজরাটের সবচেয়ে সফল বোলার ছিলেন কাশভি গৌতম, যিনি ৩ ওভারে মাত্র ১১ রান দিয়ে ৩ উইকেট নেন। তনুজা কানওয়ারও সমান দুর্দান্ত ছিলেন—৩ ওভারে ১৪ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। এছাড়া ডটিন ২টি, মেঘনা সিং ও গার্ডনার ১টি করে উইকেট নেন।এই বড় জয়ের ফলে গুজরাট জায়ান্টস এখন ট্রফির দৌড়ে আরও এগিয়ে গেল, আর ইউপি ওয়ারিয়র্স পড়ল চাপে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর