ইভিএম নিউজ ব্যুরো, ২৬ এপ্রিলঃ ট্রেনের টিকিট বুক করা যাবে এবার থেকে সহজেই। Google Pay তে এবার এই সুবিধা পাওয়া যাবে। ফলে রিজার্ভেশন করাও এখন হয়ে যাবে আরও সহজ। ফোনের রিচার্জ থেকে চায়ের দোকানের বিল মেটানো সবকিছুতেই মুশকিল আসান এই ইউপিআই অ্যাপ। তবে এবার থেকে টিকিট কাটতে মুশকিল আসান করবে এই গুগল পে।
সম্প্রতি মানুষের কাছে এই অ্যাপটি অত্যন্ত জনপ্রিয় একটি ডিজিটাল প্যাটফর্ম হয়ে উঠেছে। সিনেমা হলের টিকিট বুকিং-এর মতোই খুবই সহজ পদ্ধতিতে ভারতীয় রেলের টিকিট বুক বা ক্যানসেল করা যাবে এই অ্যাপে।
তবে এই অ্যাপটির মাধ্যমে টিকিট বুক করবেন কীভাবে?
১। প্রথমে গুগল পে অ্যাপটি খুলে স্ক্রোল করে বিজনেস অপশনে ক্লিক করতে হবে।
২। তারপর বিজনেস অপশনের মাথায় ‘এক্সপ্লোর’ অপশনে ক্লিক করতে হবে।
৩। এরপর স্ক্রোল করে ট্রাভেল অপশনে যেতে হবে। সেখানেই দেখতে পাবেন ‘কনফার্ম টিকিট’ অপশনটি। কনফার্ম টিকিটে ট্যাপ করলেই ফোনের স্ক্রিনে সঙ্গে সঙ্গে একটি উইন্ডো খুলে যাবে। এবং সেখানে আপনি ইচ্ছেমতো পছন্দের ট্রেন সার্চ করতে পারবেন।
৪। গন্তব্য স্টেশন এবং যাওয়ার দিনের তারিখ সহ সিলেক্ট করে সার্চ করলেই, ফোনের স্ক্রিনে এসে যাবে পর পর ট্রেনের লিস্ট।
৫। ট্রেনের লিস্ট থেকে নিজের পছন্দের ট্রেন এবং যে ক্লাসে যাত্রা করতে চান সেটা সিলেক্ট করলেই একটি উইন্ডো স্ক্রিনে এসে যাবে।
৬। এরপর আপনার আইআরসিটিসি (IRCTC) ইউজার আইডি (User ID) দিয়ে লগ ইন করতে হবে। যদি ইউজার আইডি না থাকে তবে ‘ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট’-এ ট্যাপ করে একটি অ্যাকাউন্ট বানিয়ে নিতে হবে।
৭। লগ ইন করার পর আপনার অর্থাৎ প্যাসেঞ্জারের সমস্ত তথ্য সঠিকভাবে দিতে হবে। সমস্ত তথ্য দেওয়ার পর ‘কন্টিনিউ’ অপশনে ক্লিক করতে হবে।
৮। যদি তথ্যে কোনও ভুল না থাকে তাহলে ‘কন্টিনিউ’ অপশনে ট্যাপ করতে হবে। যদি তথ্যে কোনও ভুল থাকে তাহলে ‘এডিট ট্রিপ’ অপশনে গিয়ে আবার ঠিক করে দিতে হবে।
৯। এরপর ‘পেমেন্ট মেথড’ (Payment Method) অপশনে গিয়ে ‘প্রসিড টু পে’ করে টিকিটের জন্য পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার জন্য ইউপিআই পিন দিলে স্ক্রিনে আইআরসিটিসি-র উইন্ডো খুলে যাবে। এরপর আইআরসিটিসি-র পাসওয়ার্ড দিয়ে ‘সাবমিট’ করলেই টিকিট-এর কনফার্মেশন উইন্ডো এসে যাবে স্ক্রিনে।
১০। ‘কনফার্মেশন উইন্ডো’-তেই ‘ডাউনলোড টিকিট’ অপশনটিতে ট্যাপ করলেই সহজেই টিকিট ডাউনলোড করে নেওয়া যাবে। পাশাপাশি টিকিট কনফার্ম হয়ে গেলেই গুগল পে অ্যাপের ট্রানজাকশন হিস্ট্রিতে ট্রেন চ্যাট হেডের মধ্যে কনফার্মেশনের যাবতীয় তথ্য আসবে। সেখানে দেখতে পাওয়া যাবে যাত্রার সব তথ্য, পিএনআর নম্বর, ট্রেনের বর্তমান অবস্থা ইত্যাদির মতো জরুরি সকল তথ্য।(EVM News) আসন্ন পঞ্চায়েত নির্বাচনে সম্ভাব্য ফলাফল কি হতে চলেছে শুভেন্দু অধিকারীর গড় বলে পরিচিত পূর্ব মেদিনীপুরে ? EVM News -এর প্রাক পঞ্চায়েত সমীক্ষা দেখুন