gold biscuit ceased

ব্যুরো নিউজ, 30 মার্চ, পুস্পিতা বড়াল: টাকার পরে এবার পালা সোনার বিস্কুটের। কলকাতার বিভিন্ন জায়গা থেকে ভোটের মরশুমে ইতিমধ্যেই পুলিশ উদ্ধার করেছে কয়েক লক্ষ টাকা। এ বার ১০টি সোনার বিস্কুট মিলল শোভাবাজারে একটি গাড়ি থেকে। লালবাজার সূত্রে জানা গিয়েছে,এই ঘটনায় আটক করা হয়েছে ওই গাড়ির পাঁচ আরোহীকে।

হুড়মুড়িয়ে ভেঙে পড়ল চেতলা এলাকার পুরোনো বাড়ি! প্রশাসনের দিকে উঠছে আঙুল!

মোদিকে নতুন চ্যালেঞ্জ অভিষেকের

এই ঘটনায় আহটক করা হয়েছে ওই গাড়ির পাঁচ আরোহীকে!

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শ্যামপুকুর থানা এবং জোড়াবাগান ট্র্যাফিক গার্ডের অফিসারেরা শুক্রবার শোভাবাজার মোড়ে নাকা-তল্লাশির সময়ে সাদা রঙের ওই গাড়িটি আটকান। প্রথমে দু’টি সোনার বিস্কুট উদ্ধার হয়। আরোহীরা যার বৈধ নথি দেখাতে পারেননি। পুলিশ এরপরেই তাঁদের আটক করে। গাড়িটিও বাজেয়াপ্ত হয়। পরে আরও আটটি সোনার বিস্কুট মেলে তল্লাশি চালিয়ে। জানা গিয়েছে, এই সোনার বাজারমূল্য প্রায় ৮১ লক্ষ ৬৬ হাজার ৪৩২ টাকা।

এর আগেও বিভিন্ন জায়গা থেকে বাজেয়াপ্ত হয়েছে বিভিন্ন জিনিসপত্র। তবে সাধারণ মানুষের মনে একটিই প্রশ্ন জাগছে যে,’এই বাজেয়াপ্ত করা জিনিসগুলোর উৎস ঠিক কোথায়?’ বেশ কয়েকবার তল্লাশি চালিয়েও বিশেষ কিছু লাভ হয়নি। এবার দেখার বিষয় যে, পুলিশ কমিশন কিভাবে তৎপরতার সাথে তাদের দায়িত্ব সামলাবে।

 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর