ব্যুরো নিউজ, ২৩ নভেম্বর : রাতে সঠিক খাবার খাওয়া খুবই গুরুত্বপূর্ণ যদি আপনি দ্ওজন কমাতে চান।কয়েকটা সাধারণ নিয়ম মেনে চললে আপনি রোগা ও সুস্থ থাকবে। রাতে কিছু খাবার খাওয়া বন্ধ করলে আপনি ডায়েট না করেও স্লিম থাকতে পারবেন। পুষ্টিবিদরা জানিয়েছেন রাতে কী খাবেন না তা জেনে নিলে ওজন বাড়ার ঝুঁকি কমবে।
কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মদন মিত্রের তরজা মিটলঃ দুই তৃণমূল নেতার মধ্যে ভুল বোঝাবুঝির অবসান
কি কি খাবার ত্যাগ করতে হবে জেনে নিন ?
কাঁচা স্যালাড
অনেকেই রাতে কাঁচা স্যালাড খান, কিন্তু রাতে কাঁচা শাকসব্জি খাওয়া উচিত নয়। কারণ এতে প্রচুর ফাইবার থাকে যা হজম করতে অনেকের সমস্যা হয়। রাতে হজম না হলে তা মেদ জমিয়ে ফেলে। যদি স্যালাড খেতে হয়, তবে দুপুর বা সকালে খাবেন। রাতে স্যালাডে অলিভ অয়েল দিয়ে কিছুটা সেদ্ধ করে খেতে পারেন।
রোগা হওয়ার জন্য চিয়াসীড খাওয়ার সঠিক সময়
চকোলেট ও কফি
চকোলেট এবং কফিতে প্রচুর ক্যাফিন থাকে। রাতে এগুলো খেলে ঘুমে ব্যাঘাত ঘটতে পারে, যার ফলে অনিদ্রা সমস্যা হতে পারে। ঘুমের অভাব হলে শরীরে অতিরিক্ত মেদ জমে। তাই রাতে চকোলেট বা কফি এড়িয়ে চলুন।
আটা-ময়দা
রাতে আটা বা ময়দা দিয়ে তৈরি খাবার খাওয়া স্বাস্থ্যকর নয়। এগুলো হজম হতে অনেক সময় নেয় এবং রাতের খাবারে হজমের সমস্যা হতে পারে। যারা রাতে খাওয়া শেষ করেন তাদের জন্য আটা বা ময়দার খাবার ক্ষতিকারক। এর ফলে স্থূলতার ঝুঁকি বাড়ে।