ব্যুরো নিউজ,১৮ জুলাই: দিনের পর দিন বিদ্যুৎ বিহীন মালদার মানিকচক সহ বিস্তৃর্ণ এলাকা। অভিযোগ জানিয়েও মেলেনি কোনও সমাধান। অবিলম্বে এলাকায় বিদ্যুতের দাবিতে রাজ্যে সড়ক অবরোধ স্থানীয়দের। একই দাবিতে ১২ ঘণ্টার বনধের ডাক বামেদের। অবরোধ তুলতে এলে সংঘর্ষে পুলিশ বনাম বিক্ষোভকারীরা।
কষ্টের টাকা এই ব্যাঙ্কে রেখে নিশ্চিন্তে ঘুমোন, ছুঁতে পারবে না জালিয়াতরা,এসেছে নয়া ফিচার
পুলিশকর্মীদের মার এবং নয়ানজুলিতে গাড়ি উল্টে দেওয়া হয়
মালদা মানিকচকের এয়ানেতপুর সহ বিস্তীর্ণ এলাকায় নেই বিদ্যুৎ পরিষেবা। একবার নয়, একাধিকবার স্থানীয় প্রশাসনকে জানিয়েও মেলেনি কোনও সমাধান। উল্টে মেলে শুধু ঝুড়ি ঝুড়ি প্রতিশ্রুতি। ভোট আসে আর ভোট যায়। হয় না কোনও প্রতিশ্রুতি পূরণ। তাই এলাকায় বিদ্যুতের দাবিতে অবশেষে স্থানীয়দের মধ্যে বাড়ছে ক্ষোভ। আর এই ক্ষোভেই বৃহস্পতিবার সকালে মনিকচক রাজ্য সড়ক অবরোধ স্থানীয়দের। একইসঙ্গে এলাকায় বিদ্যুতের দাবি জানিয়ে ১২ ঘণ্টার বনধের ডাক দেয় জেলা বামফ্রন্ট। একইসঙ্গে মনিকচক রাজ্য সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মানিকচক থানার পুলিশ।
নাবালিকা বিয়ে বন্ধ করতে মুসলিম আইন বাতিল বিজেপি সরকারের, পাশ হলো মন্ত্রীসভায়
আর তাতেই, বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ বেঁধে যায় পুলিশের। অভিযোগ মারমুখী বিক্ষোভকারীদের হটাতে কাঁদানে গ্যাসের শেল ও গুলি চালায় পুলিশ। ঘটনাস্থলে পুলিশের ছোঁড়া গুলি পায়ে এসে লাগে দুই বিক্ষোভকারীর। অন্যদিকে আহত হন আরও এক পুলিশকর্মীও। ঘটনাস্থল থেকে আহতদের মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে, পুলিশকর্মীদের মার এবং নয়ানজুলিতে গাড়ি উল্টে দেওয়া হয় বলেও বিক্ষোভকারীদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ পুলিশের। আত্মরক্ষা করতেই গুলি ও কাঁদানে গ্যাসের শেল ছোঁড়া হয় বলে সাফাই প্রশাসনের। ঘটনা ঘিরে তৃণমূলকে কার্যত কাঠগড়ায় তুলেছে বিরোধীরা। তবে এ প্রসঙ্গে মালদার তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র বলেছেন, পুলিশের গুলি চালানো ঠিক হয়নি। বিষয়টি অন্য ভাবে মেটানো উচিত ছিল।