Please give me one more chance,’ 16-year-old daughter pleaded as father beat her to death over pre-NEET low grades

ব্যুরো নিউজ ৩ জুলাই:  নীট পরীক্ষায় কম নম্বর তার ফলে মেয়ের মৃত্যু বাবার হাতে। মেয়ের কাকুতি মিনতি কানে পৌঁছালো না তার বাবার কানে  মেয়ে বলে ছিল তার বাবাকে আর  একটা সুযোগ দাও,’ আকুতি ছিল ১৬ বছরের কিশোরী । কিন্তু তার সেই আর্তনাদ বাবার কানে পৌঁছয়নি।  পরীক্ষার প্রস্তুতিতে কম নম্বর পাওয়ার ‘অপরাধে’ তাকে নির্মমভাবে পিটিয়ে খুন করলেন তারই স্কুল শিক্ষক বাবা। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের সাঙ্গলিতে, যা বর্তমানে গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে।

পুলিশ সুত্রে জানা গেছে যে, মৃত সাধনা ভোঁসলে দ্বাদশ শ্রেণির ছাত্রী ছিল এবং ডাক্তার হওয়ার স্বপ্ন দেখত। সে নীট পরীক্ষায় -এর মক টেস্টে আশানুরূপ ফল করতে পারছিল না।  রাতে এই ফলাফল নিয়ে বাবা ধোন্দিরাম ভোঁসলে মেয়ের সঙ্গে বাদানুবাদে জড়ান। ঝগড়ার এক পর্যায়ে সাধনা বাবাকে পাল্টা প্রশ্ন করে যে তিনিও তো স্কুলের সেরা ছাত্র ছিলেন না। এই কথাতেই ধোন্দিরাম আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং একটি কাঠের লাঠি দিয়ে মেয়েকে বেধড়ক মারধর শুরু করেন। সাধনার মা এবং ছোট ভাই উপস্থিত থাকলেও, বাবার উন্মত্ততা থামাতে পারেননি।

Natural Disaster ; ভয়াবহ বৃষ্টি ও বন্যায় হিমাচল প্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি

মায়ের অভিযোগ অনুযায়ী, বাবা মারতে মারতে বলছিলেন যে মেয়ের পড়াশোনার পেছনে অনেক টাকা খরচ করা হয়েছে। সাধনা বারবার “আর একটা সুযোগ দাও” বলে কাকুতি মিনতি করলেও, বাবা থামেননি। মারের চোটে গুরুতর আহত হয় সাধনা, বিশেষ করে তার মাথায় গুরুতর আঘাত লাগে। পরদিন সকালে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে জানা গেছে, একাধিক গুরুতর আঘাতের ফলেই সাধনার মৃত্যু হয়েছে।

এই ঘটনার পর সাধনার মা প্রীতি ভোঁসলে পুলিশের কাছে তার স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ ধোন্দিরাম ভোঁসলেকে গ্রেপ্তার করেছে। বর্তমানে তিনি পুলিশি হেফাজতে রয়েছেন এবং ঘটনার তদন্ত চলছে।

লড়িচালকদের ধারাবাহিক হত্যাকারী হত উত্তর প্রদেশ পুলিশের অভিযানে !

এই হৃদয়বিদারক ঘটনাটি শিক্ষার্থীদের উপর পরীক্ষার চাপ এবং অভিভাবকত্বের ভুল ধারণার গুরুতর পরিণতি তুলে ধরেছে। সামাজিক মাধ্যমে এই ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে এবং অনেকেই সন্তানের জীবনের চেয়ে কোনো পরীক্ষার নম্বর বেশি গুরুত্বপূর্ণ হতে পারে না বলে মন্তব্য করেছেন। বিশেষজ্ঞরা শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় অভিভাবক কাউন্সেলিং এবং শিক্ষাপ্রতিষ্ঠানে স্ট্রেস ম্যানেজমেন্ট কর্মশালার গুরুত্বের উপর জোর দিয়েছেন।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর