ব্যুরো নিউজ ৮ মে: ভুয়ো পাসপোর্ট কাণ্ডে বড়সড় অগ্রগতি ঘটাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বিরাটির বাসিন্দা এবং অন্যতম অভিযুক্ত আজ়াদ মল্লিকের মোবাইল ফোন থেকে উদ্ধার হল প্রায় ২০ হাজার গুরুত্বপূর্ণ নথি, ছবি, ইমেল এবং অডিয়ো ক্লিপ। এই নথিগুলির বিশ্লেষণ এখন নতুন দিক খুলে দিতে পারে তদন্তের পথে। ইডি সূত্রের দাবি, এই কাণ্ডের শিকড় শুধু ভারত নয়, ছড়িয়ে রয়েছে বাংলাদেশ এবং পাকিস্তানেও।
এর আগে আদালতে ইডি জানিয়েছিল, ধৃত আজ়াদ মল্লিক আদতে পাকিস্তানের নাগরিক। এখন তাঁর ফোন থেকে বাংলাদেশের বহু নাগরিকের নথি পাওয়ায় আন্তর্জাতিক জালিয়াতির গন্ধ পাচ্ছে তদন্তকারী সংস্থা। ইডির অনুমান, আজ়াদ শুধু নিজের জন্য নয়, বহু বাংলাদেশি ও পাকিস্তানি নাগরিকের ভুয়ো নথি এবং পাসপোর্ট তৈরি করে দিতেন। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, অন্তত ২৫০টি ভুয়ো নথি আজ়াদ মল্লিকের হাত দিয়ে তৈরি হয়েছে।
অডিয়ো ক্লিপে গোপন বার্তা, বাড়ছে সন্দেহ
আজ়াদের ফোন থেকে উদ্ধার হওয়া একাধিক অডিয়ো ক্লিপ এখন ইডির স্ক্যানারে। তদন্তকারীদের ধারণা, এই ক্লিপগুলিতে গুরুত্বপূর্ণ কথোপকথনের সূত্র লুকিয়ে রয়েছে। তার থেকেই আন্তর্জাতিক চক্রের নতুন মুখ উন্মোচিত হতে পারে। পাশাপাশি জানা গিয়েছে, গ্রেফতারির কিছুদিন আগেই আজ়াদ নিজের মোবাইল ফোন বদলেছিলেন। এখন ইডি তাঁর পুরনো ফোন খুঁজে বার করার চেষ্টা করছে, কারণ সেটির মধ্যেও থাকতে পারে আরও স্পর্শকাতর তথ্য।
মমতার খামে রাজনৈতিক কৌশল? দিলীপের দরজায় পৌঁছল নবান্ন!
বৃহস্পতিবার আজ়াদকে ইডি হেফাজত থেকে আদালতে হাজির করা হয়। সেখানেই তদন্তের স্বার্থে আরও পাঁচ দিন হেফাজতে রাখার আবেদন জানায় ইডি। গোটা মামলার তদন্তে ইতিমধ্যে জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)ও ঢুকে পড়েছে। এনআইএ আজ়াদের সমস্ত তথ্য চেয়ে পাঠিয়েছে ইডির কাছে। উল্লেখ্য, আজ়াদ ১২-১৩ বছর আগে পাকিস্তান থেকে বাংলাদেশ হয়ে ভারতে প্রবেশ করেছিলেন বলে ইডি জানিয়েছ্মত তদন্ত যত এগোচ্ছে, ততই গভীর হচ্ছে এই ভুয়ো পাসপোর্ট চক্রের রহস্য। আন্তর্জাতিক যোগের পাশাপাশি উঠে আসছে অনলাইন গ্রুপের যোগসূত্রও। ফলে এই কাণ্ডে সামনে আসতে পারে আরও বিস্ফোরক তথ্য।