ব্যুরো নিউজ, 23 জুন, শর্মিলা চন্দ্র : নিট ইউজি বিতর্কের মাঝেই প্রশ্নপত্র ফাঁস রোধে কড়া পদক্ষেপ কেন্দ্রের। এবাদ দেশের বিভিন্ন প্রবেশিকা ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নপত্র ফাঁস রুখতে নয়া আইন কার্যকর করবে সরকার।
হতে পারে পাঁচ বছরের জেল, জরিমানা হতে পারে এক কোটি টাকা
উল্লেখ্য, চলতি বছর ফেব্রুয়ারি মাসেই সংসদে পাবলিক এগজামিনেশন (প্রিভেনশন অফ আনফেয়ার মিনস) অ্যাক্ট, ২০২৪ পাশ হয়েছিল। পরে তা আইনেও পরিণত হয়। নিট ইউজি এবং নেট নিয়ে বিতর্ক শুরু হতেই শুক্রবার রাতে এই আইন কার্যকর করতে কেন্দ্রের তরফে জারি করা হয়েছে নির্দেশিকা। সেই নির্দেশিকায় আইনটি ২১ জুন থেকে বলবৎ হয়েছে বলেও জানানো হয়েছে। যদি কোনও ব্যক্তি প্রশ্নপত্র ফাঁস বা উত্তরপত্রে অনিয়ম করতে গিয়ে ধরা পড়েন, তা হলে তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হবে বলে আইনে উল্লেখ রয়েছে।
কারোর বিরুদ্ধে অভিযোগ উঠলে তিনি যদি দোষী সাব্যস্ত হন তা হলে ন্যূনতম তিন বছরের জেল হবে। সর্বাধিক পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ডও হতে পারে। সঙ্গে ১০ লাখ টাকা জরিমানাও হতে পারে। যারা পরীক্ষায় অনিয়ম হচ্ছে জেনেও চুপ থাকবে সেই সমস্ত নিয়ামক বা আয়োজক সংস্থার, এক কোটি টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।