নিয়োগ দুর্নীতিকাণ্ড ঘিরে আবারও এক বিস্ময়কর মোড়।

ব্যুরো নিউজ,২৬ মার্চ : নিয়োগ দুর্নীতিকাণ্ড ঘিরে আবারও এক বিস্ময়কর মোড়। যে ব্যক্তি একসময় মামলার মূল সাক্ষী ছিলেন, তিনিই এখন অভিযুক্তের তালিকায়! এমন অদ্ভুত পরিস্থিতিতে থমকে গেল ইডি-র (প্রবেশনাল ডিরেক্টরেট) মামলায় সাক্ষ্যগ্রহণ। আদালতে নির্ধারিত দিনেও শুরু করা গেল না শুনানি।এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় একাধিক গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস করেছিলেন যিনি, সেই সাক্ষীর ভূমিকা নিয়ে এখন প্রশ্ন উঠছে। ইডি-র তদন্তে নতুন তথ্য উঠে আসায় দেখা যাচ্ছে, সেই ব্যক্তির নিজের ভূমিকা নিয়েও সন্দেহ দানা বেঁধেছে। তার বিরুদ্ধে অপরাধমূলক কার্যকলাপে জড়িত থাকার প্রমাণ মিলেছে বলে ইডি সূত্রে জানা যাচ্ছে। ফলে তাকে এখন ‘সাক্ষী’ নয়, ‘অভিযুক্ত’ হিসেবে গণ্য করতে চাইছে তদন্তকারী সংস্থা।

পাঞ্জাব বিধানসভার বাজেট অধিবেশন শুরু, আপ সরকারকে তীব্র আক্রমণ বিরোধীদের

ফলে আইনগত জটিলতা বেড়ে গিয়েছে। আদালতের মতে, যিনি অভিযুক্ত, তিনি আর সাক্ষ্য দিতে পারেন না, বিশেষ করে নিজের সংশ্লিষ্টতাকে কেন্দ্র করেই যদি মামলার বিষয়বস্তু গঠিত হয়।এই ঘটনায় বিরোধী দলগুলি সরব হয়েছে। তারা বলছে, “সরকার এবং প্রশাসনের যৌথ চক্রান্তে এমন কেলেঙ্কারির পর্দা ফাঁস হচ্ছে। যারা আগে সত্য বলেছিল, এখন দেখা যাচ্ছে তারাই দুর্নীতিতে জড়িত ছিল। তাহলে নিরপেক্ষ তদন্ত কোথায়?”

কোন রাশির জন্য রয়েছে সুখবর জানুন

আইন বিশেষজ্ঞদের মতে, এই ধরনের ঘটনা শুধু মামলার গতি কমিয়ে দেয় না, সাধারণ মানুষের বিশ্বাসকেও ধাক্কা দেয়। সাক্ষী যদি অভিযুক্ত হয়ে পড়ে, তাহলে ভবিষ্যতে কে সাহস করবে সত্যি কথা বলতে?এই ঘটনায় আবারও আলোচনায় উঠে এসেছে নিয়োগ দুর্নীতির গভীরতা ও পরিসর। একের পর এক তথ্য প্রকাশ পাচ্ছে, নতুন নতুন নাম উঠে আসছে, আর প্রশাসনের উচ্চ পর্যায়ের যোগসূত্রও প্রকাশ্যে আসছে।

লন্ডনে বঙ্গশিল্প সম্মেলনে ব্রিটিশ বণিকদের বাংলায় বিনিয়োগের আহ্বান

ইডির পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্ত চলছে এবং যত দ্রুত সম্ভব চার্জশিটে নাম সংশোধন করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। কিন্তু ততদিন পর্যন্ত মামলার শুনানি স্থগিত থাকছে।এদিকে সাধারণ মানুষ, যাঁরা বছরের পর বছর পড়াশোনা করে এই চাকরির স্বপ্ন দেখেছিলেন, তাঁরা দিন দিন হতাশ হচ্ছেন। কেউ কেউ বলেন, “দুর্নীতি শুধু চাকরি কেড়ে নেয় না, স্বপ্নও ভেঙে দেয়।”এই পরিস্থিতিতে আদালত ও তদন্তকারী সংস্থার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। জনগণ চাইছে নিরপেক্ষ তদন্ত, দ্রুত বিচার এবং দোষীদের কঠোর শাস্তি। না হলে আবারও প্রশ্ন উঠবে – ন্যায় কি শুধুই কাগজে-কলমে?

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর