bike

আপনি কি ইলেকট্রিক বাইক কেনার চিন্তাভাবনা করছেন? তাহলে আর দেরি না করে আজই দেখে নিন বাজেটসাধ্য Eeve Tesoro!

ঠিক কি কি স্পেসিফিকেশনস আছে এই ইলেকট্রিক টু-হুইলারে।

 

ব্যুরো নিউজ, ১৯ মার্চ, পুস্পিতা বড়াল: Eeve India 2018 সালে প্রতিষ্ঠিত একটি ইলেকট্রিক টু-হুইলার কোম্পানি। এই কোম্পানি একটি নতুন ইলেকট্রিক টু-হুইলার প্রকাশ করার প্রস্তুতি নিচ্ছে। Eeve Tesoro হল এই কোম্পানির নতুন বৈদ্যুতিক বাইক। এই ইলেকট্রিক টু-হুইলারে আপনি পাবেন প্রচুর ফিচারস যেগুলি আপনাকে দৈনন্দিন জীবনে অনেক সাহায্য করবে। আসুন দেখে নেওয়া যাক ঠিক কি কি স্পেসিফিকেশনস আছে এই ইলেকট্রিক টু-হুইলারে।

বাজাজের আসছে নতুন মডেল Pulsar N150 এবং Pulsar N160, থাকছে বিশেষ চমক!

অনলাইনে ফাঁস Infinix Note 40 Pro+ 5G এর মডেল! কী কী ফিচারস থাকবে এই স্মার্টফোনে?

ঠিক কি কি স্পেসিফিকেশনস আছে এই ইলেকট্রিক টু-হুইলারে।

Eeve Tesoro সম্পর্কিত সমস্ত খুঁটিনাটি তথ্য নিম্নে বিবরণ সহ দেওয়া হল:

টপ স্পিড ও চার্জিং টাইম: Eeve Tesoro বাইকের মডেলের টপ স্পিড হল 100 kmph। এটি সম্পূর্ণ চার্জ হতে সময় নেয় 3-4 ঘণ্টা।

গিয়ার টাইপ: এই মডেলের গিয়ার টাইপ অটোমেটিক। ফাস্ট চার্জিং এর দ্বারা এই বাইকটি চার্জ হতে সময় নেয় মাত্র ৩০ মিনিট। এছাড়াও, এই বাইকটিতে থাকবে LED হেড লাইট, LED টার্ন সিগনাল লাইট।

রাইডিং রেঞ্জ ও মোটর: EeVe Tesoro STD একবার সম্পূর্ণ চার্জে রাইডিং রেঞ্জ দেবে 120 কিলোমিটার। এই মডেলের মোটর টাইপ হল BLDC Hub Motor। সঙ্গে, এই বাইকটিতে আপনি Twin Lithium-Ion Batteries পাবেন।

দাম: EeVe Tesoro এর একটি মোটরসাইকেলের প্রারম্ভিক মূল্য 1 লক্ষ টাকা। এটি ভারতে 1 টি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে, যার হাই এন্ড ভেরিয়েন্টের দাম 1 লক্ষ টাকা থেকে শুরু।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর