ব্যুরো নিউজ ১৭ মে: বাংলা গোয়েন্দা জগতে একেনবাবুর জনপ্রিয়তা এখন আর নতুন কিছু নয়। ওটিটি পর্দা থেকে বড় পর্দা— সব জায়গাতেই তিনি জমিয়ে বসেছেন। সেই ধারাবাহিকতায় সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘দ্য একেন: বেনারসে বিভীষিকা’ আবারও নিয়ে এল দর্শকদের রহস্য ও রোমাঞ্চের জগতে। তবে এই ছবিতে বারবার ফিরে আসে পুরনো এক অনুভব— মনে পড়ে যায় সত্যজিৎ রায়ের ‘জয় বাবা ফেলুনাথ’-এর সেই বারাণসী সফরের কথা।
বড় পর্দায় একেন, ছায়া ফেলুদার
পরিচালক জয়দীপ মুখোপাধ্যায় এ ছবিতে বারাণসীর অলিগলি, ঘাট, লস্যি, চাট আর সন্ধ্যা আরতির মনোমুগ্ধকর চিত্র তুলে ধরেছেন নিখুঁতভাবে। তবে শুধু শহরের রূপ নয়, রহস্যের সঙ্গে রোমাঞ্চ ও কৌতুকের মিশেলও রয়েছে ছবিতে। একেনবাবু, প্রমথ আর বাপির মজার সম্পর্ক নিয়ে গড়া এই ‘থ্রি মাস্কেটিয়ার্স’ টিম দেখতে ভালই লাগে, কিন্তু বড় পর্দার একেন যেন একটু বেশিই ‘লার্জার দ্যান লাইফ’ হয়ে ওঠে। চিত্রনাট্যকার পদ্মনাভ দাশগুপ্ত আবারও বাংলা ভাষার মিষ্টি ব্যবহার করেছেন। কিছু পুরনো সংলাপ চেনা মুখের গলায় শুনে হাসি আসে বইকি। কিন্তু ছবির পরতে পরতে এক ধরনের জটিলতা জমেছে। সন্ত্রাসবাদ, বিস্ফোরক, পুলিশের উপস্থিতি— এগুলোর ভিড়ে হারিয়ে যায় একেনের সেই সহজ, চেনা ছন্দ। গোয়েন্দা গল্পের সরল রূপ যেন হারিয়ে গিয়ে ছবিটি বড়দের ছবিতে রূপ নেয়।
অনির্বাণ চক্রবর্তী, সুহোত্র মুখোপাধ্যায় ও সোমক ঘোষ নিজেদের চরিত্রে সাবলীল। দীর্ঘদিন ‘একেন’ সিরিজে যুক্ত থাকার ফলে তাঁদের অভিনয়ে সহজাত ব্যাপার এসে গিয়েছে। তবে আলাদাভাবে নজর কেড়েছেন শাশ্বত চট্টোপাধ্যায়। তাঁর বহুরূপী খলনায়ক চরিত্রে অভিনয় অসাধারণ। হিন্দিভাষী বাঙালি চরিত্রে ইশা সাহা ও সাগ্নিক চট্টোপাধ্যায়ের সংলাপ ও অভিনয় যথাযথ। দেবেশ চট্টোপাধ্যায়ের সংক্ষিপ্ত উপস্থিতিও মনে রাখার মতো। তবে গৌরব চক্রবর্তী ও ঋষভ বসু দর্শকের মনে বিশেষ দাগ কাটতে পারেননি।
ছবির সর্বশেষ দৃশ্যটি বেশ চমকপ্রদ। নাইফ থ্রোয়িং-এর অনুষঙ্গে স্পষ্টভাবে উঠে আসে ফেলুদার ছায়া। একেনবাবু যেন শেষমেশ জটায়ুর মতো হয়ে ওঠেন! এই মুহূর্তে প্রশ্ন ওঠে— বাংলা কি ফেলুদার স্মৃতি থেকেই বেরোতে পারছে না? নতুন চরিত্র সৃষ্টি করে ফেলুদার থেকে এক ধাপ এগিয়ে যেতে পারছে না? ছবির দুর্বলতা সত্ত্বেও ‘দ্য একেন: বেনারসে বিভীষিকা’ মনোরম ভিজ্যুয়াল ও বুদ্ধিদীপ্ত সংলাপ দিয়ে দর্শকের মন জয় করে নেয়। তবে হয়তো সময় এসেছে, বাংলা গোয়েন্দা কাহিনির নিজস্ব ছন্দ তৈরি করার— যেখানে ফেলুদা স্মৃতিতে থাকবেন, ছায়া হয়ে নয়, প্রেরণা হয়ে।