ফুটবল বিশ্বে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনার লড়াই মানেই এক অনন্য রোমাঞ্চ।

ব্যুরো নিউজ, ২৭ মার্চ : ফুটবল বিশ্বে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনার লড়াই মানেই এক অনন্য রোমাঞ্চ। ঠিক সেই উত্তেজনাকেই আবার ছুঁয়ে গেল ২০২৬ সালের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ। এই ম্যাচে লিওনেল মেসি খেলতে না পারলেও, তাতেও কোনও প্রভাব পড়ল না আর্জেন্টিনার পারফরম্যান্সে। মেসিবিহীন আর্জেন্টিনা দুর্দান্ত ফুটবল খেলে ৪-১ গোলে ব্রাজিলকে কার্যত উড়িয়ে দিল।ম্যাচের শুরু থেকেই আর্জেন্টিনা আক্রমণাত্মক মেজাজে মাঠে নামে। প্রথমার্ধেই দুই গোল করে তারা নিয়ন্ত্রণ নিয়ে ফেলে ম্যাচের। ব্রাজিল চেষ্টা করেও সেই চাপ সামলাতে পারেনি। দ্বিতীয়ার্ধে আরও দুই গোল করে আর্জেন্টিনা যেন বুঝিয়ে দিল, মেসি না থাকলেও তারা দুর্দান্ত দল হয়ে উঠেছে। ব্রাজিল যদিও একটি সান্ত্বনাসূচক গোল করতে সক্ষম হয়, তবে সেটি ম্যাচের ফলাফলে কোনও বদল আনতে পারেনি।

লন্ডনে বঙ্গশিল্প সম্মেলনে ব্রিটিশ বণিকদের বাংলায় বিনিয়োগের আহ্বান

আর্জেন্টিনার হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেন তাদের তরুণ ও অভিজ্ঞ ফুটবলাররা। ডি মারিয়া, আলভারেজ, এনজো ফার্নান্দেজ এবং নিকো গঞ্জালেস গোল করে দলের জয়ে বড় ভূমিকা নেন। প্রতিপক্ষ ব্রাজিল দলে ছিল কিছু চোট সমস্যা ও ছন্দপতন, যা তাদের পারফরম্যান্সে প্রভাব ফেলে।

দিল্লী নির্বাচন ২০২৫ সকাল ৯ টা পর্যন্ত ভোটের হার

সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো, এই বড় জয়ে লিওনেল মেসি মাঠে ছিলেন না। চোটের কারণে এই ম্যাচে তাকে দেখা যায়নি। তবে দলের জয় দেখে তিনিও বেশ খুশি বলে জানা গেছে। অনেকে ভাবছিলেন, মেসি ছাড়া কি আর্জেন্টিনা সেরা ছন্দে ফিরতে পারবে? কিন্তু আজকের ম্যাচে সেই সব প্রশ্নের জবাব পেয়ে গেল গোটা ফুটবল দুনিয়া।ফুটবল বিশ্লেষকদের মতে, আর্জেন্টিনার এই জয় বিশ্বকাপের প্রস্তুতির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা দেখিয়ে দিল, একটি দল হিসেবে তারা কতটা শক্তিশালী। শুধু একজন তারকার উপর নির্ভর না করে, দলগত প্রচেষ্টাই যে আসল চাবিকাঠি—সেটাই আজ আবার প্রমাণিত

 জন্মদিনে অনন্যা পাণ্ডেকে ‘আই লাভ ইউ’ বলে নেটিজেনদের কৌতূহল বাড়ালেন ওয়ালকার ব্লাঙ্কো

ম্যাচ শেষে আর্জেন্টিনার কোচ বলেন, “এই জয় আমাদের আত্মবিশ্বাস বাড়াবে। ছেলেরা দারুণ খেলেছে। মেসি আমাদের নেতা, কিন্তু আজকের জয় পুরো দলের প্রচেষ্টার ফল।”এই জয়ের ফলে ২০২৬ সালের বিশ্বকাপ বাছাইয়ে আরও এক ধাপ এগিয়ে গেল আর্জেন্টিনা। এখন দেখার বিষয়, মেসি ফিরে এসে দলের ছন্দকে আরও উঁচুতে নিয়ে যেতে পারেন কি না। ফুটবলপ্রেমীরা অবশ্যই সেই মুহূর্তের জন্য মুখিয়ে আছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর