ব্যুরো নিউজ ২৭ অক্টোবর ২০২৫ : নির্বাচন কমিশন (EC) দেশজুড়ে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (Special Intensive Revision – SIR) জন্য একটি বিস্তারিত সময়সূচি ঘোষণা করতে চলেছে। কর্মকর্তারা জানিয়েছেন, আজ, সোমবার (২৭ অক্টোবর), বিকেল ৪:১৫ মিনিটে একটি সাংবাদিক সম্মেলন করে এই সূচি প্রকাশ করা হবে। প্রথম দফায় পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরালা, আসাম এবং পুদুচেরি-সহ প্রায় ১০ থেকে ১৫টি রাজ্যে এই বিশেষ সংশোধন শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রথম ধাপে বিধানসভা নির্বাচনমুখী রাজ্যগুলি:
নির্বাচন কমিশন সূত্রে খবর, ২০২৬ সালে বিধানসভা নির্বাচন হতে চলেছে এমন রাজ্যগুলি, যেমন পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরালা, আসাম এবং পুদুচেরি-কে প্রথম ধাপে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। যে রাজ্যগুলিতে বর্তমানে স্থানীয় সংস্থার নির্বাচন চলছে বা আসন্ন, সেখানে নির্বাচনী কর্মীরা ব্যস্ত থাকায় আপাতত সংশোধনের কাজ স্থগিত রাখা হবে বলে জানানো হয়েছে।
বিশেষ সংশোধনের প্রধান লক্ষ্য:
নির্বাচন কমিশনের এই বৃহৎ উদ্যোগের মূল লক্ষ্য হল ভোটার তালিকা থেকে মৃত, স্থানান্তরিত বা ডুপ্লিকেট নাম এবং অবৈধ বিদেশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে বাদ দেওয়া। ভোটারদের জন্মস্থান যাচাই করার মাধ্যমে তালিকা নির্ভুল করাই এই কর্মসূচির একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। সম্প্রতি বিহারে সফলভাবে এই SIR সম্পন্ন হওয়ার পর এই পদক্ষেপ আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। বিহারে সংশোধনের পর প্রায় ৪৭ লক্ষ অযোগ্য ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে এবং চূড়ান্ত তালিকায় মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৭.৪২ কোটি।
পশ্চিমবঙ্গে প্রস্তুতি:
পশ্চিমবঙ্গে SIR চালুর প্রস্তুতি ইতিমধ্যেই প্রায় শেষ। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন, প্রায় ৩.৫ কোটি ভোটারের তথ্য ২০০২ সালের পুরোনো ডেটাবেসের সঙ্গে সফলভাবে মিলিয়ে দেখা হয়েছে। এর ফলে এই ভোটারদের জন্য নতুন করে নথিপত্রের প্রয়োজন হবে না। তিনি আরও জানান, দার্জিলিং এবং জলপাইগুড়ি ছাড়া রাজ্যের প্রায় সব জেলায় ডেটা-ম্যাচিংয়ের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং শিগগিরই তা পোর্টালে আপলোড করা হবে। প্রাথমিকভাবে, আলিপুরদুয়ারে ৫৩%, মালদহে ৫৪%, উত্তর কলকাতায় ৫৫% এবং পশ্চিম মেদিনীপুরে ৬২% তথ্য মেলানো সম্ভব হয়েছে। নভেম্বর মাসের প্রথম সপ্তাহেই রাজ্যে SIR শুরু হতে পারে এবং এটি তিন ধাপে চলবে বলে জানা গেছে।
তামিলনাড়ুর আদালতের দ্বারস্থ হওয়া:
অন্যদিকে, নির্বাচন কমিশন সম্প্রতি মাদ্রাজ হাইকোর্টকে জানিয়েছে যে তামিলনাড়ুতেও আগামী সপ্তাহের মধ্যেই SIR শুরু হবে। টি. নগর বিধানসভা কেন্দ্রের প্রাক্তন এআইএডিএমকে বিধায়ক বি. সত্যনারায়ণনের একটি অভিযোগের ভিত্তিতে কমিশন এই তথ্য জানায়। তাঁর অভিযোগ, টি. নগর কেন্দ্রে প্রায় ১৩,০০০ এআইএডিএমকে সমর্থকের নাম উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, যার ফলে ডিএমকে লাভবান হয়েছে। নির্বাচন কমিশন আদালতকে আশ্বস্ত করেছে যে আসন্ন সংশোধনের সময় এই অভিযোগটি বিবেচনা করা হবে।



















