উজ্জ্বল ত্বক পেতে দেরি না করে নিয়মিত খালি পেটে পান করুন এই জুস

ব্যুরো নিউজ,২০ মার্চ : আপনি ঘরোয়া উপায়ে, সহজ অথচ সাশ্রয়ী উপাদান দিয়ে ত্বকে বয়সের ছাপ মুছে ফেলতে পারেন ! তাও আবার সেলুনে খরচ করা টাকার চেয়ে অনেক কমে। হ্যাঁ, সঠিক উপাদান আর নিয়মিত ব্যবহারে আপনার ত্বক হয়ে উঠবে টানটান এবং উজ্জ্বল। ত্বকে বয়সের ছাপ পড়া আটকাতে হাজার হাজার টাকা খরচ না করে ঘরোয়া উপায়ে এই সমস্যার সমাধান করতে পারেন ।

ত্বকের জন্য সবচেয়ে কার্যকরী একটি উপাদান হল হলুদ।

শুধু কি কাঁচা হলুদ খাচ্ছেন ? এর সাথে এই মশলা মেশালেই হবে অমৃত উপকারিতা

ত্বকের জন্য সবচেয়ে কার্যকরী একটি উপাদান হল হলুদ। রান্নাঘরে মজুত থাকা এই সাধারণ উপাদানটি ত্বকের নানা সমস্যার সমাধান করতে পারে। শুধু তাই নয়, হলুদ ত্বকে আভা এনে দেয়, বয়সের ছাপ মুছে ফেলে এবং ত্বককে সতেজ করে তোলে। এক টুকরো কাঁচা হলুদে রয়েছে এমন গুণ, যা ত্বকের মধ্যে থাকা মৃতকোষ দূর করে এবং নতুন কোষের জন্ম দেয়।

তেলেঙ্গানা বাজেট ২০২৫: হায়দ্রাবাদের উন্নয়নে ১০০ কোটি টাকার বাড়তি বরাদ্দ

এখন আপনি চাইলে খুব সহজেই হলুদ দিয়ে একটি ম্যাজিক টনিক তৈরি করতে পারেন। এক গ্লাস উষ্ণ পানিতে কিছুটা কাঁচা হলুদ বেটে দিন এবং কিছু সময়ের জন্য সেই জল ভিজিয়ে রাখুন। কিছুক্ষণের মধ্যে ওই জল হয়ে যাবে হলুদ রঙের। এরপর এই জলকে চেলে এক চামচ মধু মেশান এবং রোজ সকালে খালি পেটে এটি পান করুন। এক সপ্তাহেই আপনি দেখতে পাবেন ত্বক আরও উজ্জ্বল ও মসৃণ হয়ে উঠেছে।

কুকুরের গায়ের লোম ঝড়ে যাওয়ার আসল কারণ কি ? কি এর সমাধান

এছাড়া আরও একটি মজাদার টনিক আছে, যা ত্বককে ঝকঝক করে তুলতে সাহায্য করবে। সেটা হল আমলকি ও বিটের রস। দুটি আমলকি এবং চারটি বিট নিন। এগুলোকে ভালোভাবে মিক্সারে গ্রাইন্ড করে রস বানিয়ে নিন। সপ্তাহে একদিন এই জুস খেলে ত্বক হবে চকচকে এবং স্বাস্থ্যকর। বিশেষজ্ঞদের মতে, আমলকি এবং বিটের রস একটি ডিটক্স ড্রিঙ্ক, যা ত্বককে পরিষ্কার রাখতে সাহায্য করে। গরমের দিনে ত্বককে সুস্থ ও সুন্দর রাখতে এই পানীয়টি বেশ কার্যকরী।তাহলে আর দেরি না করে, আজই শুরু করে দিন এই সহজ ঘরোয়া টোটকা। আপনার ত্বক পাবে প্রাকৃতিক আভা এবং আপনিও দেখতে পাবেন বয়সের ছাপ দূর হয়ে গেছে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর