Closed train movement on Sealdah section

ব্যুরো নিউজ, ৯ এপ্রিল: প্রতিদিন শিয়ালদা স্টেশন থেকে কয়েক হাজার লোক যাতায়াত করেন। এতদিন শিয়ালদা উত্তর শাখায় ৯ কামড়ার ট্রেন চলত। দিন দিন যাত্রী সংখ্যা বাড়তে থাকায় অফিস নিত্যযাত্রীদের সমস্যার মুখে পড়তে হয়। দক্ষিণ শাখায় ১২ কোচের ট্রেন চললেও উত্তর শাখায় ৯ কোচের ট্রেন চলত। তবে এবার যাত্রীদের জন্য সুখবর। খুব শীঘ্রই শিয়ালদা উওর শাখা থেকে ১২ কোচের ট্রেন ছুটবে। সেজন্য শিয়ালদা প্ল্যাটফর্মের সম্প্রসারণের কাজও চলছে। খুব তাড়াতাড়ি সেই কাজও শেষ হয়ে যাবে।

অবশেষে বাংলায় প্রথম জনসভা করতে চলেছেন অমিত শাহ! প্রকাশ পেল তাঁর সারাদিনের কর্মসূচি!

Advertisement of Hill 2 Ocean

ভোগান্তি কমতে চলেছে নিত্যযাত্রীদের

১ থেকে ৪ পর্যন্ত যে প্ল্যাটফর্ম বাড়ানোর কাজ হচ্ছে মে মাসের মাঝামাঝি সময়ের মধ্যেই শেষ হয়ে যাবে। সব ঠিক থাকলে মে মাসের শেষ অথবা জুন মাসের প্রথম থেকে ১২ কোচের ট্রেন চলাচল করবে। ১ থেকে ৫ পর্যন্ত ১২ কোচের ট্রেন চালবে বলে জানান, পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র। এই বিষয়ে তিনি আরো বলেন, শিয়ালদা থেকে যে সমস্ত নিত্যযাত্রীরা

বনগাঁ, রানাঘাট, কল্যাণীতে যান তাদের দীর্ঘদিনের দাবি ছিল ১২ কোচের ট্রেনের। সেই সব নিত্যযাত্রীদের ভোগান্তি কমাতেই ১২ কোচের ট্রেন দেওয়া হচ্ছে। স্বাভাবিকভাবেই নিত্যযাত্রীদের ভোগান্তি অনেকাটাই কমবে বলে আশাবাদী পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর