DYFI

ব্যুরো নিউজ, ৭ জানুয়ারি: DYFI-এর বিগ্রেড সমাবেশ

রবিবাসরীয় সকালে শহর জুড়ে বিগ্রেডমুখী মানুষের ঢল নেমেছে। শহরের বিভিন্ন প্রান্ত থেকে বিগ্রেডে মিলিত হবে ৭টি মিছিল।

সাংবাদিক নিগৃহের প্রতিবাদে মহকুমা সাংবাদিক সংঘ

কাজ ও শিক্ষার দাবিতে DYFI-এর বিগ্রেড সমাবেশ। রবিবাসরীয় সকালে শহর জুড়ে ইতিমধ্যেই বিগ্রেডমুখী মানুষের ঢল নেমেছে। শহরের বিভিন্ন প্রান্ত থেকে বিগ্রেডে আসবে ৭টি মিছিল। শিয়ালদহ স্টেশন, হাওড়া স্টেশন, শ্যামবাজার, হাজরা, পার্ক সার্কাস, সেন্ট্রাল মেট্রো স্টেশন এবং সুবোধ মল্লিক স্কোয়ার এই ৭টি জায়গা থেকে বিগ্রেডমুখী ৭টি মিছিল। দূরদূরান্ত থেকে ইতিমধ্যেই আসতে শুরু করে দিয়েছেন বাম কর্মী-সমর্থকরা।

 

50 দিনের ইনসাফ যাত্রা শেষে DYFI এর ডাকে অন্যান্য বাম সংগঠনের সমর্থনে ব্রিগেডে জনসমাবেশ। সকাল থেকে জমায়েত শুরু হয়েছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। মঞ্চ প্রস্তুত । লোকসভা নির্বাচনের আগে কি বার্তা দেয় যুব ও বাম নেতৃত্ব। পাশাপাশি আজ এই জনসমাবেশের প্রভাব কতখানি ভোট বাক্সে পরে আগামী লোকসভা নির্বাচনে সেটাই দেখার। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর