ব্যুরো নিউজ, ২৭ নভেম্বর : দূষণের মাত্রায় দেশের রাজধানী দিল্লিকেও ছাড়িয়ে গেল দুর্গাপুর। মঙ্গলবার দুপুরে দুর্গাপুরের শিল্পাঞ্চলে বায়ুর গুণগত সূচক (AQI) ছুঁল ৪৫৩.৮। যেখানে দিল্লির সর্বোচ্চ AQI ছিল ৩৯৪। দূষণের এই বিপজ্জনক পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। ইতিমধ্যেই রাষ্ট্রায়ত্ত এবং বেসরকারি কারখানাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ শুরু হয়েছে।
G-20 পরিচালনায় ভারতের নেওয়া উদ্যোগ বিশ্বের কাছে প্রশংসনীয়
নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষায় দ্রুত ব্যবস্থা গ্রহণ
দুর্গাপুরে গত কয়েকদিন ধরে দূষণের মাত্রা দ্রুত বাড়ছিল। ১০ নভেম্বর যেখানে AQI ছিল মাত্র ৭৬, মঙ্গলবার তা বেড়ে পৌঁছেছে দেশের সর্বোচ্চ পর্যায়ে। সিটি সেন্টারে AQI রেকর্ড করা হয়েছে ৪৫৩.৮, বিধাননগরে ৪০৫ এবং ইস্পাত নগরীতে ৩৯০। এই সময়ে কলকাতার AQI ছিল ১৪৮, মুম্বইয়ের ১১৯ এবং দিল্লির সাদিপুরে ৩৯৪।বায়ুদূষণের ক্ষেত্রে PM ১০ ও PM ২.৫ ধূলিকণার মাত্রা গুরুত্বপূর্ণ। মঙ্গলবার দুর্গাপুরের বাতাসে প্রতি ঘনমিটারে PM ১০ ধূলিকণার পরিমাণ রেকর্ড হয়েছে ২৫২, যা স্বাভাবিক মাত্রার (১৫) চেয়ে অনেক বেশি। PM ২.৫ ধূলিকণার পরিমাণ ছিল ১১২, যা ১৬ নভেম্বরের তুলনায় কিছুটা কম। বাতাসের বেগ প্রতি ঘণ্টায় ৮ কিলোমিটার হওয়ায় এই ছোট ধূলিকণার পরিমাণ কিছুটা কমেছে।
বউকে কটূক্তির জেরে খুন সহকর্মীকে ! ধৃত অভিযুক্ত
দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ জানিয়েছে শিল্পাঞ্চলে বায়ুর গুণমান স্বাভাবিক অবস্থায় আনতে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।এই দূষণ শুধু শিল্প কারখানা নয় এলাকাজুড়ে নির্মাণ কাজ, যানজট এবং অন্যান্য পরিবেশগত সমস্যার ফল বলেও মনে করছেন বিশেষজ্ঞরা।নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষায় দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে।