durgapur gangrape woman security failure

ব্যুরো নিউজ ১৫ অক্টোবর ২০২৫ : গত সপ্তাহে পশ্চিমবঙ্গের দুর্গাপুরে গণধর্ষণের শিকার হওয়া ডাক্তারি ছাত্রী তাঁর চিকিৎসার সময় সেই ভয়ঙ্কর রাতের অভিজ্ঞতার কথা বর্ণনা করেছেন। তিনি জানিয়েছেন, কীভাবে আক্রমণকারীরা নিকটবর্তী জঙ্গলে তাঁকে কোণঠাসা করে ফেলে এবং চেপে ধরে।

ইন্ডিয়া টুডেকে দেওয়া সাক্ষাৎকারে ওই ছাত্রী বলেন, “আমরা লক্ষ্য করি যে তারা তাদের গাড়ি ছেড়ে আমাদের দিকে এগিয়ে আসছে। আমরা তখন জঙ্গলের দিকে ছুটতে শুরু করি। এরপর ওই তিনজন লোক দৌড়ে এসে আমাকে ধরে ফেলে এবং জঙ্গলের ভেতরে টেনে নিয়ে যায়।”

 

ফোন কেড়ে নিয়ে বন্ধুকে ডাকার জন্য চাপ, তারপর…

ওই ছাত্রী বর্ণনা করেছেন, কীভাবে আক্রমণকারীরা তাঁর ফোন কেড়ে নেয় এবং তাঁর এক বন্ধুকে ফোন করতে বাধ্য করে। তাঁর বন্ধু সেখানে না আসায়, তাঁকে আরও গভীরে জঙ্গলের দিকে ঠেলে দেওয়া হয়। তিনি জানান, পিছন থেকে তাঁকে জাপটে ধরে ফোন কেড়ে নেওয়া হয় এবং বন্ধুকে ডাকতে বলা হয়। বন্ধু না আসায় তাঁকে শুইয়ে দেওয়ার জন্য চাপ দেওয়া হয়। তিনি আরও যোগ করেন, যে মুহূর্তে তিনি চিৎকার করতে শুরু করেন, তারা বলে যে আওয়াজ করলেই আরও লোক ডাকবে এবং তারাও একই কাজ করবে।

উল্লেখ্য, ২৩ বছর বয়সী দ্বিতীয় বর্ষের এই ডাক্তারি ছাত্রী, যার আদি বাড়ি ওড়িশার জলেশ্বরে, গত শুক্রবার রাতে তাঁর বেসরকারি মেডিক্যাল কলেজ ক্যাম্পাসের বাইরে গণধর্ষণের শিকার হন। এক বন্ধুর সঙ্গে রাতের খাবার খেতে বেরোনোর সময় একদল দুষ্কৃতী তাঁদের পথ আটকায়, এরপরেই এই ঘটনাটি ঘটে।

Durgapur Gangrape : দুর্গাপুর গণধর্ষণ: হাসপাতাল চত্বরে অস্থিরতা; রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে সমালোচনায় শুভেন্দু-রাজ্যপাল

 

অপরাধের পুনর্গঠনে ঘটনাস্থলে ৫ অভিযুক্তকে নিয়ে গেল পুলিশ

পশ্চিমবঙ্গ পুলিশ মঙ্গলবার এই ঘটনার তদন্তের অংশ হিসেবে গ্রেপ্তার হওয়া পাঁচ অভিযুক্ত এবং নির্যাতিতা ছাত্রীর বন্ধুকে নিয়ে ঘটনাস্থলে ‘ক্রাইম সিন রিকনস্ট্রাকশন’-এর জন্য যায়।

পাড়াঙ্গঞ্জ কালীবাড়ি শ্মশান সংলগ্ন জঙ্গলে অভিযুক্ত এবং ছাত্রীর বন্ধুকে নিয়ে যাওয়া হয়। শুক্রবার রাতে সেখানে ঠিক কী ঘটেছিল, তা “পুনর্নির্মাণ” করতে বলা হয় তাঁদের। তদন্তকারী দলের একজন বরিষ্ঠ পুলিশ অফিসার পিটিআইকে জানান, “অপরাধের পুনর্গঠনের জন্য অভিযুক্ত এবং শুক্রবার রাতে সঙ্গে থাকা ছাত্রীর বন্ধুকে ঘটনাস্থলে আনা হয়েছে। পুরো পুনর্গঠনটি ভিডিও করা হবে এবং পরে তাদের জবানবন্দির সঙ্গে মিলিয়ে দেখা হবে। নির্যাতিতার বক্তব্যের সঙ্গেও এটি যাচাই করা হবে।”

এছাড়াও, পুনর্গঠনের আগে তদন্তকারী কর্মকর্তারা ছাত্রীর বন্ধুকে প্রায় এক ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেন। এদিকে, গ্রেপ্তার হওয়া পাঁচ অভিযুক্তের মধ্যে দুজনকে মঙ্গলবার সকালে তাদের নিজ নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়। এর প্রধান উদ্দেশ্য ছিল ঘটনার সঙ্গে সম্পর্কিত কোনও প্রমাণ, যা তারা লুকিয়ে রাখতে পারে, তা খুঁজে বের করা। এই তল্লাশির সময় পুলিশ অভিযুক্তদের বাড়ি থেকে কিছু পোশাক বাজেয়াপ্ত করেছে, যা অপরাধের সময় তারা পরিধান করেছিল বলে মনে করা হচ্ছে।

যদিও রাজ্য প্রসাশন এখন নিষ্ঠার সাথে তদন্ত করার প্রক্রিয়া করলেও – নারী সুরক্ষায় পুরোপুরি ব্যর্থ , সরকারি হাস্পাতাল যেখানে সুরক্ষিত নয়, কিভাবে হবে রাজ্যের সর্বস্থান সুরক্ষিত ? খালি প্রতিবাদের সময় হয় অতিসক্রিয়,  বাঁচাতে তাদের অধিকারিকদের কুর্সি !

নারী নির্যাতন নিয়ে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ শুভেন্দুর; ‘যোগী মডেল এনকাউন্টার’ চাইলেন

রাজ্যের বিভিন্ন প্রান্তে মহিলাদের উপর অত্যাচার, ধর্ষণ, গণধর্ষণ এবং শ্লীলতাহানির মতো ঘটনায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের অনুকরণে ‘এনকাউন্টারের’ পক্ষে সওয়াল করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘জলপাইগুড়ির রাজগঞ্জের বানিয়াপুর এলাকায় বছর দুয়েক আগে একটি মেয়ের ধর্ষণ হয়। সেই ঘটনায় অভিযুক্তের ফাঁসির সাজা দেওয়া হয়। কিন্তু তা এখনও কার্যকর হয়নি। অভিযুক্তকে জমা নিয়েই খরচ করা উচিত।’ দুর্গাপুরে ওড়িশার ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের ঘটনা ছাড়াও এর আগে কলকাতার কসবা আইন কলেজে এক পড়ুয়াকে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে। রাজ্যে এমন একাধিক ধর্ষণের ঘটনায় রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করেছেন শুভেন্দু।

Durgapur Gangrape : মেডিকেল ছাত্রী ধর্ষণ কাণ্ডে চতুর্থ ধৃত দুর্গাপুর পুরসভার কর্মী, বিতর্কের কেন্দ্রে তৃণমূল কংগ্রেস নেত্রীদের মন্তব্য।

মুখ্যমন্ত্রীকে আক্রমণ বিরোধী দলনেতার

রাজ্যে একজন মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও বারবার মহিলাদের উপর অত্যাচারের অভিযোগ ওঠায় বিরোধী দলনেতা মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছেন। তিনি বলেছেন, “লাগাতার এই ধরনের ঘটনা ঘটছে। কেন বারবার এমন ঘটনা ঘটছে? মুখ্যমন্ত্রী সব বিষয়ে কথা বলেন। কিন্তু এখন কিছু বলেন না। সব জায়গায় জল জমলে উনি ডিভিসি-র জল ছাড়াকে দেখতে পান। কিন্তু কসবার ঘটনা থেকে এখনও নারী নির্যাতনের বিরুদ্ধে কোনও কথা বলেননি মুখ্যমন্ত্রী। দুই ছাত্রীর উপর নির্যাতনের ঘটনায় চুপ কেন? কথায় কথায় তিনি সাংবাদিক বৈঠক করেন। এখন নীরব কেন?”

দুর্গাপুরের গণধর্ষণের ঘটনার নিন্দা করে শুভেন্দু বলেছেন, “পশ্চিমবঙ্গে সবচেয়ে বড় সমস্যা নারী নির্যাতন। কসবা ঘটনার পর আমরা রাজ্যে ১৪টি কন‍্যা সুরক্ষা যাত্রা করেছি। যোগী আদিত্যনাথ, দেবেন্দ্র ফড়নবীশ, হিমন্ত বিশ্বশর্মা, চন্দ্রবাবু নাইডুর মতো সক্রিয় পদক্ষেপ করতে হবে।” রাজ্যে নারী নির্যাতন নিয়ে মুখ্যমন্ত্রীর পাশাপাশি পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন শুভেন্দু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর