durgapuja-violence-bahraich

ব্যুরো নিউজ ১৪ অক্টোবর : যোগীরাজ্যে দুর্গাপ্রতিমার ভাসানকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। রবিবার রাতে বাহরাইচে সংঘর্ষের ঘটনায় মৃত্যু হয়েছে একজনের এবং আহত হয়েছেন বেশ কয়েকজন। ঘটনার সূত্রপাত হয় প্রতিমা বিসর্জনে গান বাজানোর বিষয়টি নিয়ে দুপক্ষের মধ্যে বিরোধ থেকে। এই ঝামেলা হাতাহাতিতে গড়ায়, পাথর ছোড়াছুড়ি ও গুলিবর্ষণ শুরু হলে একজন যুবক মারা যায়।

পুজো দেখে ফেরায় পথ দুর্ঘটনায় তিন যুবকের প্রাণহানি

পুলিশ সূত্রে কি জানা গেছে দেখে নিন

রবিবার সন্ধ্যায় বাহরাইচের মহারাজগঞ্জ বাজারের কাছে প্রতিমা নিয়ে যাওয়া হচ্ছিল। সেখানে একটি শোভাযাত্রাও ছিল। গান বাজানো নিয়ে দুপক্ষের মধ্যে তর্ক শুরু হলে পরিস্থিতি দ্রুত অবনতি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, আচমকা পাথর ছোড়াছুড়ি ও গুলি চালানো হতে শুরু করে। এই হামলার মধ্যে পড়ে ২২ বছরের যুবক রামগোপাল মিশ্র গুলিবিদ্ধ হন। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু ঘটে।ঘটনার পর উত্তেজিত জনতা কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ উঠেছে। বাহরাইচ পুলিশ কড়া হাতে পরিস্থিতি দমনে নেমে পড়ে এবং ৩০ জনকে আটক করে। পুলিশ জানিয়েছে, আটককৃতদের মধ্যে একজন সলমন নামে পরিচিত, যার দোকান থেকে গুলি ছোড়ার অভিযোগ রয়েছে। রামগোপাল মিশ্রের পরিবার জানিয়েছে, যতক্ষণ না দোষীদের গ্রেপ্তার করা হবে, ততক্ষণ তাঁরা দেহ দাহ করবেন না।

ভোটের আগেই টোল ফি তুলে দেওয়ার বড় সিদ্ধান্ত মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর 

এদিকে, কর্তব্যে গাফিলতির অভিযোগে বাহরাইচের পুলিশ সুপার দুই অফিসারকে সাসপেন্ড করেছেন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘটনার পর  একটি পোস্ট করেছেন। তিনি দাবি করেছেন, “বাহরাইচের ঘটনা আসলে সাম্প্রদায়িক সংঘর্ষ। যারা দাঙ্গা বাঁধাতে চেয়েছে, তাদের কাউকেই ছাড়া হবে না। নাগরিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এবং প্রতিমা বিসর্জনের কাজ অব্যাহত থাকবে।” এই ঘটনায় উত্তরপ্রদেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর