আবার কি শীত কমবে পশ্চিমবঙ্গে? কি বলছে আবহাওয়া দফতর?

ব্যুরো নিউজ, ২১ জানুয়ারি :মঙ্গলবার থেকে আগামী রবিবার পর্যন্ত পশ্চিমবঙ্গের প্রায় সব এলাকাতেই শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। অর্থাৎ, আগামী ছয়দিন দক্ষিণবঙ্গের কোনো জেলারই বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। আবহাওয়া দফতর জানাচ্ছে, মঙ্গলবার থেকে রবিবার পর্যন্ত কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার মতো দক্ষিণবঙ্গের সমস্ত এলাকাতেই আকাশ থাকবে পরিষ্কার, এবং কোনো বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই।

নীরজ চোপড়ার আচমকা বিয়েঃ কীভাবে জানলেন অনুরাগীরা? কেন এত তাড়াতাড়ি বিয়ে করলেন? কিভাবে আলাপ?

কলকাতার আবহাওয়া কেমন থাকবে?

উত্তরবঙ্গের সবগুলো জেলারও একই পরিস্থিতি থাকবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা—এসব জায়গাতেও কোনো বৃষ্টি হবে না। তাছাড়া, তুষারপাতের সম্ভাবনাও নেই।কলকাতার আবহাওয়া কেমন থাকবে? মঙ্গলবার কলকাতার আকাশ থাকবে মূলত পরিষ্কার। তবে সকালের দিকে কিছুটা কুয়াশা থাকতে পারে। দিনের তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে, আর রাতের তাপমাত্রা ১৪ ডিগ্রির আশপাশে থাকতে পারে।উত্তরবঙ্গের চারটি জেলার (কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা) কিছু এলাকায় মঙ্গলবার ও বুধবার ঘন কুয়াশা থাকতে পারে। এছাড়া দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারের এক বা দুটি জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যাবে।এদিকে, দক্ষিণবঙ্গের ছয়টি জেলা (উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া) থেকে আগামী দিনে কিছু এলাকায় কুয়াশা দেখা যাবে, তবে তা ঘন কুয়াশা হবে না।

বাংলাদেশের বিরুদ্ধে সীমান্ত পিলার পুনর্নির্মাণে অসহযোগিতার অভিযোগ

এই কুয়াশার কারণে কোনও এলাকার দৃশ্যমানতা কমে গিয়ে ৫০ মিটারে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে।প্রজাতন্ত্র দিবসের আগে তাপমাত্রা কিছুটা বাড়বে। আগামী ২৪ ঘণ্টায় রাতের তাপমাত্রায় বিশেষ কোনো পরিবর্তন হবে না, তবে পরবর্তী দু’দিনে সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। এর মানে, আগামী সপ্তাহে শীতের তেমন কোনও অনুভূতি থাকবে না। আর যেহেতু লম্বা উইকেন্ড (২৩ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারি) আসছে, তাই শীতের জন্য অপেক্ষা করার দরকার হবে না।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর