শব্দবাজির

ব্যুরো নিউজ, ৮ নভেম্ববর :ছটপুজো উপলক্ষে দক্ষিণ কলকাতার প্রধান দুটি সরোবর এলাকা — রবীন্দ্র সরোবর ও সুভাষ সরোবর — এর আশেপাশে শব্দবাজির দাপটে কেঁপে উঠছে পরিবেশ। গোলপার্ক, টালিগঞ্জ এবং সার্দান অ্যাভিনিউ থেকে সরোবরের দিকে আসা বিভিন্ন রাস্তায় প্রবেশ নিষেধ থাকলেও কিছু যুবক সরোবরের বাইরে থেকেই দেদার চকোলেট বোমা ফাটাচ্ছে বলে অভিযোগ। প্রবীণ নাগরিকরা কান ঝালাপালা করা আওয়াজে অতিষ্ঠ হলেও পুলিশ এই বিষয়ে কার্যকর ভূমিকা নিচ্ছে না বলে অভিযোগ তুলেছেন।

আউশগ্রামে বহুরূপীর বেশে নাবালিকাকে শ্লীলতাহানি, ধৃত যুবককে ঘিরে এলাকায় উত্তেজনা

শব্দবাজির তাণ্ডব এলাকায়

আল্লু অর্জুনের ‘পুষ্পা ২’ মুক্তির দিন চূড়ান্ত, প্রথম দিনেই ২৭০ কোটির রেকর্ড গড়তে চলেছে

রবীন্দ্র সরোবর এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা থাকলেও শব্দবাজির নিয়ন্ত্রণে তারা কোনো সক্রিয় ব্যবস্থা নেয়নি। পরিবেশ আন্দোলনের কর্মীরাও উপস্থিত থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা নিতে দেখা যায়নি। সুভাষ সরোবরেও একই চিত্র। স্থানীয়দের অভিযোগ, চারদিকে গাড়ির মাথা থেকে চলমান অবস্থায় বোমা ছোঁড়া হয়, রাসবিহারী এবং ধর্মতলা থেকে চিত্তরঞ্জন অ্যাভিনিউ পর্যন্ত বিভিন্ন স্থানে শব্দবাজির তাণ্ডব অব্যাহত ছিল।

গঙ্গার ঘাটে কার্তিক আরিয়ান, বিয়ে নিয়ে গোপন ইঙ্গিত কার্তিকের

এক প্রবীণ বাসিন্দা পুলিশের কাছে অভিযোগ করলে পুলিশকর্মীর উত্তর, ‘সবাই তো বাচ্চা, উৎসবে এটুকু মজা করবেই।’ এই মন্তব্যে স্থানীয়দের মধ্যে ক্ষোভ আরও বাড়ে। পুলিশের এই অসহায় অবস্থান দেখে পরিবেশ সংরক্ষণ কি আদৌ সম্ভব তা নিয়েই প্রশ্ন তুলছেন সকলে।

দক্ষিণ কলকাতার এই দুই সরোবর এলাকায় শব্দবাজির এমন তাণ্ডব রোধ করতে পুলিশের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে। লালবাজারের এক পুলিশ কর্মকর্তা অবশ্য জানিয়েছেন যে, শব্দবাজি নিয়ন্ত্রণে ব্যবস্থা প্রক্রিয়াধীন। তবে দক্ষিণ কলকাতার পরিবেশকে বজায় রাখার জন্য আরও কঠোর ভূমিকার দাবি জানাচ্ছেন নাগরিকরা।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর