dilip ghosh

ব্যুরো নিউজ ২৪ সেপ্টেম্বর: দিলীপ ঘোষ, যিনি আরএসএসের প্রচারক হিসেবে পরিচিত, এবার ‘কৃষি-প্রচারক’ হয়ে উঠতে চান। তিনি খড়্গপুরে পরীক্ষামূলকভাবে ড্রাগন ফল চাষ শুরু করেছেন। তার উদ্দেশ্য হলো, বাংলার কৃষকদের নতুন ও লাভজনক ফলের চাষে উদ্বুদ্ধ করা।

তিরুপতির বিতর্কের প্রভাব:ওড়িশা সরকারের নতুন নির্দেশনা জগন্নাথ মন্দিরে

চাষিদের নিয়ে নতুন ভাবনা দিলিপের

মেদিনীপুরের প্রাক্তন সাংসদ দিলীপ জানান, তিনি উত্তর-পূর্ব ভারতে ড্রাগন ফলের চাষ দেখে এ ফল চাষের ভাবনা নেন। তিনি বলেন, “বাংলার মাটিতে ড্রাগন ফলের চাষ সম্ভব। আমি কৃষকদের স্বাবলম্বী করতে চাই।”এখন বাংলার বাজারে ড্রাগন ফল পাওয়া যায়, কিন্তু এর চাষ তেমন হয়নি। দিলীপের আশা, জৈব পদ্ধতিতে চাষ করলে কৃষকরা লাভবান হবেন। তিনি জানিয়েছেন, “মাটির গুণগত কারণে এখানে ফল চাষ লাভজনক হতে পারে।”

শত বাধা পেরিয়ে সফলতার শিখরে প্রিয়াঙ্কা চোপড়া

২০১৯ সালের লোকসভা নির্বাচনে পরাজয়ের পর তিনি রাজনৈতিক দায়িত্বে না থাকলেও বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন। এখন তিনি কৃষি বিশেষজ্ঞদের সঙ্গে ড্রাগন ফলের চাষ নিয়ে আলোচনা করছেন এবং কৃষকদের সঙ্গে চাষের কাজে যুক্ত হচ্ছেন।দিলীপের খড়্গপুরের বাগানে জৈব পদ্ধতিতে চাষ করে গোলাপি ড্রাগন ফল এসেছে। তিনি আশা করেন, জঙ্গলমহলের কৃষকরা এই নতুন চাষে আগ্রহী হবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর