দিঘায় সিসিটিভি নজরদারি

ব্যুরো নিউজ, ২৯ নভেম্বর : ডিসেম্বর মাসেই শুরু হতে যাচ্ছে পর্যটকদের ভিড়। ডিসেম্বর মানেই ছুটির সময় বিশেষ করে বড়দিনের প্রাক্কালে পর্যটকদের সমাগম বেড়ে যায়। অধিকাংশ পর্যটকরা সমুদ্রসৈকত বা পাহাড়ের দিকে পাড়ি দেন। তবে অনেকেই প্রকৃতির নৈসর্গিক দৃশ্য উপভোগ করতে নিরিবিলি স্থানে যেতে পছন্দ করেন। এবার বড়দিনের সময় দিঘায় পর্যটকদের ভিড় বাড়তে পারে। তাই নিরাপত্তার ব্যবস্থা আরও কড়া করা হচ্ছে।

মার্গশীর্ষ অমাবস্যা তিথিতে কিছু টোটকা রয়েছে যা পালন করলে পিতৃপুরুষের তুষ্টি পাওয়া যায়, কি সেই টোটকা ?

নতুন সংস্থা নিয়োগ করে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে

হোটেল বুকিংয়ের তথ্য অনুযায়ী ডিসেম্বরের ২৪ তারিখ থেকে ২ জানুয়ারি পর্যন্ত দিঘার অধিকাংশ হোটেল আগে থেকেই বুক হয়ে গেছে। এই কারণেই দিঘার সমুদ্রসৈকত ও শহরের অন্যান্য জায়গায় নিরাপত্তা ব্যবস্থায় বাড়তি নজর দেওয়া হচ্ছে। সমুদ্রস্নানে দুর্ঘটনা এড়াতে দিঘা ও মন্দারমণিতে ৭টি স্পিড বোট চালু করা হবে।দিঘা শহর ও সমুদ্রসৈকতে সিসিটিভি ক্যামেরা বসানো হচ্ছে। আগে ৬৫টি সিসিটিভি ক্যামেরা ছিল। প্রাকৃতিক দুর্যোগের কারণে সেগুলি অনেকটাই নষ্ট হয়ে গিয়েছিল। এবার নতুন সংস্থা নিয়োগ করে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। যা পর্যটকদের নিরাপত্তা বাড়াতে সহায়ক হবে। ক্যামেরাগুলি দিঘার সমুদ্রসৈকত, রাস্তা, পার্ক এবং অন্যান্য বিনোদনমূলক জায়গাগুলিতে নজরদারি করবে। এমনকি ওয়াচ টাওয়ারের মাথাতেও ক্যামেরা বসানো হয়েছে।

বাংলায় আলু উৎপাদনে স্বনির্ভরতার পথে রাজ্য সরকার, ২০২৫ সাল থেকে কি কমবে দাম?

কাঁথির মহকুমাশাসক সৌভিক ভট্টাচার্য জানিয়েছেন “লাইভ ফিড দেখে নিরাপত্তা ব্যবস্থা দ্রুত কার্যকর করা হবে। দিঘা কোস্টাল থানা ও পুলিশ সুপারের অফিসে ক্যামেরা-সংযোগ দেওয়া হয়েছে। নবান্নের নতুন কন্ট্রোল রুমেও এই ক্যামেরাগুলির সংযোগ থাকবে।” এর ফলে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা যাবে এবং কোনও ধরনের বিপদ থেকে তাদের মুক্ত রাখা সম্ভব হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর