রোহিত কি বোর্ডের নিয়ম ভেঙেছেন? অনুষ্কার সঙ্গে আহানের খেলা নিয়ে জল্পনা তুঙ্গে

ব্যুরো নিউজ,৪ ফেব্রুয়ারি:রবিবার ভারত-নিউ জিল্যান্ড ম্যাচে গ্যালারিতে দেখা গিয়েছিল অনুষ্কা শর্মাকে। কিন্তু শুধু বিরাট কোহলির স্ত্রী হিসেবেই নয়, অন্য একটি দৃশ্যও নজর কেড়েছে। গ্যালারিতে রোহিত শর্মার ছেলে আহানের সঙ্গে খেলা করছিলেন অনুষ্কা। এই ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে নতুন জল্পনা—রোহিত কি বোর্ডের নিয়ম ভেঙেছেন?চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কড়া নির্দেশ দিয়েছিল যে প্রতিটি ক্রিকেটার কেবল একটি ম্যাচে পরিবারের সদস্যদের সঙ্গে রাখতে পারবেন। রোহিতের পরিবারকে ভারত-পাকিস্তান ম্যাচে ইতিমধ্যেই গ্যালারিতে দেখা গিয়েছে। অথচ, নিউ জিল্যান্ড ম্যাচেও তাঁর স্ত্রী ও সন্তানকে দেখা গেছে। ফলে প্রশ্ন উঠছে, রোহিত কি বোর্ডের নিয়ম লঙ্ঘন করেছেন?

সেমিফাইনালে মহারণ: ভারতের সামনে কঠিন পরীক্ষা,প্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া

নিয়ম কি সত্যিই ভাঙা হয়েছে?

বোর্ডের নিয়ম অনুযায়ী, চ্যাম্পিয়ন্স ট্রফির মতো সংক্ষিপ্ত টুর্নামেন্টে (যেটি তিন সপ্তাহের) পরিবার নিয়ে যাওয়ার অনুমতি ছিল না। তবে ক্রিকেটারদের অনুরোধে বোর্ড কিছুটা ছাড় দেয় এবং জানায়, একজন ক্রিকেটার কেবল এক ম্যাচে পরিবারের সদস্যদের পাশে রাখতে পারবেন। তবে তাদের যাতায়াত ও থাকা-খাওয়ার খরচ নিজেকেই বহন করতে হবে।

এ ক্ষেত্রে যুক্তি দেওয়া হচ্ছে, পরিবারের সদস্যরা যদি ক্রিকেটারদের সঙ্গে না থেকে ব্যক্তিগত খরচে আলাদা হোটেলে থাকেন এবং স্বাধীনভাবে ম্যাচ দেখতে আসেন, তাহলে কি সেটি নিয়ম লঙ্ঘন হবে? বোর্ডের নিয়ম কি শুধুমাত্র ক্রিকেটারদের সঙ্গেই থাকার ক্ষেত্রে প্রযোজ্য, নাকি মাঠে উপস্থিত থাকা নিয়েও কড়াকড়ি রয়েছে?

বদলার লড়াইঃ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ট্রফির দৌড়ে এক ধাপ দূরে কি ভারত?

বোর্ড ও রোহিতের নীরবতা

এই বিষয়ে বিসিসিআই বা রোহিতের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক বক্তব্য আসেনি। বিষয়টি কি সত্যিই নিয়ম ভঙ্গের পর্যায়ে পড়ে, নাকি শুধুই ভুল বোঝাবুঝি—তা এখনো স্পষ্ট নয়। তবে ম্যাচ চলাকালীন গ্যালারিতে থাকা কিছু মুহূর্ত যে বড় বিতর্কের জন্ম দিতে পারে, সেটি আরও একবার প্রমাণিত হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর