ব্যুরো নিউজ,৫ ফেব্রুয়ারি: আজ অর্থাৎ ৫ ফেব্রুয়ারি দিল্লির বিধানসভা নির্বাচনে ভোটগ্রহণ চলছে। নির্বাচনের প্রচার শেষ হওয়ার পর, আজ ৭০টি আসনে ৬৯৯ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হতে চলেছে। রাজধানীতে এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন হল—আম আদমি পার্টির (আপ) আধিপত্য বজায় থাকবে, নাকি প্রায় তিন দশক পরে ক্ষমতায় ফিরবে বিজেপি, অথবা কংগ্রেস কি কোনো চমক দিতে পারবে? আজকের ভোটের মাধ্যমে দিল্লির রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ হবে।
দিল্লি নির্বাচনে উত্তেজনাঃ ভোটদান, অশান্তি এবং রাজনৈতিক চ্যালেঞ্জ
ভোট দানের হার কত?
প্রায় ১৪,০০০ বুথে ভোটগ্রহণ চলছে এবং নির্বাচনের তথ্য অনুযায়ী, সকাল থেকে ভোটদানের হার বেশ ভালোভাবে এগোচ্ছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, দুপুর ১টা পর্যন্ত দিল্লির বিধানসভা নির্বাচনে মোট ভোটদানের হার ছিল ৩৩.৩১ শতাংশ। এর পাশাপাশি, অন্যান্য রাজ্যগুলোর উপ-নির্বাচনের পরিস্থিতি নিয়েও আলোচনা চলছে। তামিলনাড়ুর ইরোড বিধানসভা কেন্দ্রে ভোটদানের হার ছিল ৪২.৪১ শতাংশ, এবং উত্তরপ্রদেশের মিলকিপুর উপ-নির্বাচনে ৪৪.৫৯ শতাংশ ভোট পড়েছে।
উত্তর প্রদেশের মিল্কিপুর উপনির্বাচনে বিরাট গোলমাল
আজকের নির্বাচনের ফলাফল রাজ্য এবং দেশীয় রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ মোড় নিতে পারে। বিশেষ করে দিল্লির রাজনীতির জন্য এই ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ২০১৫ সালের পর থেকে আম আদমি পার্টি রাজ্যে বেশ শক্তিশালী অবস্থানে রয়েছে। তবে বিজেপি এবং কংগ্রেসও এবার বেশ শক্তিশালী প্রচার চালিয়েছে, এবং ফলাফল নিয়ে সকলেই অপেক্ষা করছে।