দিল্লির ‘দিল’ জিতবে কে? আজকের বিধানসভা নির্বাচনে হবে চূড়ান্ত নির্ধারণ

ব্যুরো নিউজ,৫ ফেব্রুয়ারি: আজ ৫ ফেব্রুয়ারী দিল্লি বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে, এবং এর মাধ্যমে রাজধানীর ৭০টি আসনে ৬৯৯ জন প্রার্থীর ভাগ্য নির্ধারিত হবে।সকাল ১১ টা পর্যন্ত দিল্লিতে ভোট পড়েছে ১৯.৯৫ শতাংশ। যেখানে 20১৫ সালে দুপুর বারোটা মধ্যে ভোট পড়েছিল ২৫ শতাংশ এবং ২০২০ সালে ভোটের হার ছিল ১৫.৪৭ শতাংশ। নির্বাচনের হাইভোল্টেজ প্রচারের শেষে আজই জানা যাবে, দিল্লিতে আম আদমি পার্টির (আপ) আধিপত্য বজায় থাকবে, নাকি দীর্ঘ প্রায় তিন দশক পর ক্ষমতায় ফিরবে বিজেপি, কিংবা কংগ্রেস করবে কোনো চমক।

দীনেশ মোহানিয়ার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ: ‘ফ্লাইং কিস’ বিতর্কে এফআইআর মহিলার

ধর্মযুদ্ধ?

প্রায় ১৪,০০০ বুথে ভোটগ্রহণ হচ্ছে এবং সবার চোখ এখন এই ফলাফলের দিকে।আজ ভোট দেওয়ার পর দিল্লির মুখ্যমন্ত্রী তথা কালকাজি বিধানসভার আপ প্রার্থী অতিশী বলেন, “এটি শুধু একটা নির্বাচন নয়, এটি একটি ধর্মযুদ্ধ। যাঁরা কাজ করছেন, তাঁদের সঙ্গে দিল্লির মানুষরা আছেন।” অতিশীর এই মন্তব্যটি নির্বাচনের গুরুত্ব এবং প্রতিদ্বন্দ্বিতার গভীরতা তুলে ধরে।

অন্যদিকে, দিল্লি প্রদেশ কংগ্রেস সভাপতি দেবেন্দর যাদব বলেছেন, “গত ডিসেম্বরে হওয়া ন্যায় যাত্রা থেকে আমরা জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ করছি। এবং আমি বিশ্বাস করি, দিল্লিতে একটি বড় রাজনৈতিক পরিবর্তন ঘটেছে। যখন ফলাফল সামনে আসবে, তখন আমরা কংগ্রেসের সরকার দেখতে পারি। যদিও পরিসংখ্যান হয়তো বলবে যে, আপের ঝুলিতে সবথেকে বেশি আসন রয়েছে, কিন্তু এবারের নির্বাচনে দিল্লির মানুষের মনোভাব অনেকটাই আলাদা। রাহুল গান্ধী এবং কংগ্রেসের ওপর দিল্লির মানুষের আস্থা রয়েছে।”

দিল্লি নির্বাচনের আগে অরবিন্দ কেজরীওয়ালের বিরুদ্ধে নতুন অভিযোগ: হরিয়ানা পুলিশের মামলা

এখন সবার অপেক্ষা, ফলাফলের দিন অর্থাৎ ৮ ফেব্রুয়ারী দেখা যাবে কোন  সরকার আসবে দিল্লিতে। প্রতিটি ভোট এবং প্রতিটি আসন নিয়ে চলছে তীব্র প্রতিযোগিতা, এবং আজকের ভোটের পর সেই উত্তেজনা আরও বাড়বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর