লাবনী চৌধুরী, ২১ এপ্রিল: সম্প্রতি বদল করা হয়েছে দূরদর্শনের লোগোর রঙ। আর সেই ঘটনায় লাগল রাজনৈতিক রং।
মুখ্যমন্ত্রী বদল নিয়ে মমতাকে জোর ‘ধাক্কা’ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের!
আগে দূরদর্শনের লোগোর রঙ ছিল নিল। সম্প্রতি তা বদল করে করা হয়েছে গেরুয়া। আর তা নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। লোকসভা ভোটের আবহে দূরদর্শনের লোগো বদল নিয়ে সরগরম শাসক- বিরোধী দল।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন। তাতে তিনি লেখেন, আমি হতবাক! সারাদেশে যখন জাতীয় নির্বাচন চলছে তখন আমাদের দূরদর্শনের লোগোর হঠাৎ জাফরানিকরণ এবং রঙ পরিবর্তন। এটা একেবারেই অনৈতিক, চরমভাবে বেআইনি এবং যা জাতীয় পাবলিক ব্রডকাস্টারের বিজেপি-পন্থী পক্ষপাতের কথা উচ্চস্বরে বলে! আদর্শ আচরণবিধি লাগু থাকাকালীন ভারতের নির্বাচন কমিশন কীভাবে এই অনুমতি দিতে পারে যখন জনগণ নির্বাচনী মোডে রয়েছে? সেই প্রশ্ন তোলেন তিনি। একই সঙ্গে লেখেন, ECI কে অবিলম্বে এটি বন্ধ করতে হবে এবং দূরদর্শনের লোগোর আসল নীল রঙ ফিরিয়ে দিতে হবে। এমনটাই দাবি জানান মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
আর তা নিয়ে পাল্টা বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য বলেন, ভোটের মাঝে ‘আচমকা’ এই লোগো বদল হয়নি, বরং বহু দশক আগেই এই নিয়ে পরীক্ষানিরীক্ষা হয়েছিল বলে জানান তিনি।
ওয়েস্ট ব্যাঙ্কে ইজরায়েল সেনার প্রাণঘাতী হামলা! মৃত ১৪ জন
একই সঙ্গে এই বিষয়ে সুর চড়িয়েছেন দিলীপ ঘোষও। সব নীল-সাদা হবে কেন? গেরুয়া তো এ দেশের প্রতীক-পরম্মরা। সব জায়গায় গেরুয়া থাকা উচিত। দূরদর্শনের অধিকার আছে পছন্দ মতো লোগো ব্যবহার করার।
এদিকে পাল্টা সুর চড়িয়েছে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, গেরুয়া রঙে এত রাগ কেন? প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রীকে পাল্ট আক্রমণ করেন বিরোধী দলনেতা। শুভেন্দুর প্রশ্ন করেন, গেরুয়া খারাপ? গেরুয়াতে ওনার এত রাগ কেন? গেরুয়া হচ্ছে ত্যাগের প্রতীক। গেরুয়া বসন স্বামী বিবেকানন্দ ধারণ করতেন। সুতরাং এটা সঠিক কাজ।