David Johnson dead

ব্যুরো নিউজ, ২০ জুন : পাঁচ তলা থেকে পড়ে মৃত্যু প্রাক্তন ক্রিকেটার ডেভিড জনসনের। আদৌ কি তিনি পড়ে গিয়েছেন? নাকি আত্মহত্যা করেছেন? নাকি পেছন থেকে তাঁকে ধাক্কা দেওয়া হয়েছে? তাঁর মৃত্যু নিয়ে বাড়ছে রহস্য।

হজ : তীব্র দাবদাহে মক্কায় মৃতের সংখ্যা ৯০০ ছাড়িয়েছে

ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করছে। প্রাথমিক ভাবে য জানা গিয়েছে, পাঁচ তলা অ্যাপার্টমেন্টের ব্যালকনি থেকে পড়ে মৃত্যু হয়েছে প্রাক্তন ক্রিকেটার ডেভিড জনসনের। কোঠানুরে তাঁর অ্যাপার্টমেন্টের ব্যালকনি থেকে পড়ে মৃত্যু হয়েছে জনসনের এমনটাই জানিয়েছে কর্নাটক পুলিশ।

https://x.com/anilkumble1074/status/1803708212040057108?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1803708212040057108%7Ctwgr%5Ef878f702aaa5696e2b112573bb6fc38e8ee867fe%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Ftv9bangla.com%2Fsports%2Fcricket-news%2Fformer-india-pacer-david-johnson-dies-after-falling-from-fourth-floor-apartment-police-probe-on-1082209.html

ঘটনায় শোক প্রকাশ করেছেন অনিল কুম্বলে। এক্স হেন্ডেলে পোস্ট করে লিখেছেন, ‘খুব তাড়াতাড়ি চলে গেলে “বেনি”! আমার ক্রিকেট সহকর্মী ডেভিড জনসনের মৃত্যু খবর পেয়ে খুবই দুঃখিত। তার পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছেন কুম্বলে। এছাড়া ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ এক্স হ্যান্ডলে শোক প্রকাশ করে লিখেছেন, ‘দেশের প্রাক্তন পেসার ডেভিড জনসনের মৃত্যুতে গভীর শোকাহত। ভারতীয় ক্রিকেটে ওর অবদান অক্ষুণ্ণ থেকে যাবে।’

জ্যোতিপ্রিয়র ঘনিষ্ঠ ব্যক্তির থেকে ঋতুপর্ণার অ্যাকাউন্টে ঢুকেছিল টাকা!

মৃত্যুকালে ডেভিড জনসনের বয়স হয়েছিল ৫২। স্ত্রী এবং দুই সন্তান রয়েছে তাঁর। বাড়ির কাছেই একটি ক্রিকেট অ্যাকাডেমি চালাতেন ডেভিড। ১৯৯৬ সালে সচিন তেন্ডুলকরের নেতৃত্বে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে নেমে ছিলেন ডেভিড। আর সেই টেস্টেই ভারতীয় দলে অভিষেক হয় ডেভিড জনসনের। 

BJP Helpline

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর