Moonsign horoscope

ব্যুরো নিউজ, ১০ই ডিসেম্বর ২০২৫ : আজ চন্দ্র মীন রাশিতে অবস্থান করছে । আজকের রাশিফল ,

Aries মেষ আজকের দিনটি আপনার জন্য মিশ্র ফলদায়ক হবে। অপ্রত্যাশিত খরচ বাড়তে পারে। ভ্রমণের যোগ আছে, তবে সাবধানে থাকুন। আধ্যাত্মিক কাজে মনোযোগ দিতে পারেন। দিনের শেষভাগে স্বস্তি পাবেন।

Taurus বৃষ আপনার ইচ্ছা পূরণের জন্য দিনটি খুব শুভ। বন্ধুদের কাছ থেকে সাহায্য পেতে পারেন। আয়ের নতুন সুযোগ আসতে পারে। সামাজিক ক্ষেত্রে সম্মান বৃদ্ধি হবে। বড় ভাই-বোনেদের সাথে সম্পর্ক ভালো যাবে।

Gemini মিথুন কর্মজীবনে সফলতা ও উন্নতির সম্ভাবনা আছে। উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছ থেকে প্রশংসা পেতে পারেন। সমাজে আপনার মর্যাদা বৃদ্ধি পাবে। বাবার স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন।

Cancer কর্কট ভাগ্যের সহায়তা পাবেন, ফলে আটকে থাকা কাজ সহজে হয়ে যাবে। উচ্চশিক্ষা বা গবেষণার সাথে যুক্তদের জন্য দিনটি ফলদায়ক। দূরবর্তী স্থান থেকে সুসংবাদ পেতে পারেন। ধর্মীয় কাজে মন বসবে।

Leo সিংহ স্বাস্থ্য নিয়ে একটু সতর্ক থাকতে হবে। কোনো পুরোনো রোগ মাথাচাড়া দিতে পারে। হঠাত্ কোনো বড় অঙ্কের আর্থিক লাভ বা ক্ষতি হতে পারে। সাবধানে গাড়ি চালান। গোপন বিষয় ফাঁস হওয়ার ভয় আছে।

ভারতের দ্বাদশ জ্যোতির্লিঙ্গ ও রাশিচক্রের সম্পর্ক

Virgo কন্যা বিবাহিত জীবনে মাধুর্য বজায় থাকবে। ব্যবসায় অংশীদারদের সাথে বোঝাপড়া ভালো হবে। নতুন চুক্তি বা ব্যবসায়িক উদ্যোগের জন্য দিনটি শুভ। বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ বাড়তে পারে।

Libra তুলা প্রতিদ্বন্দ্বীরা আপনার ক্ষতি করার চেষ্টা করলেও তারা সফল হবে না। কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়বে, তবে তা সামলে নিতে পারবেন। স্বাস্থ্যের উন্নতি হবে। মামা-মামির দিক থেকে কিছু সুবিধা পেতে পারেন।

Scorpio বৃশ্চিক বিদ্যার্থীদের জন্য দিনটি খুবই ভালো। পড়াশোনায় মনোযোগ বাড়বে। সৃজনশীল কাজে সফলতা পাবেন। প্রেমের ক্ষেত্রে দিনটি আনন্দদায়ক। সন্তানের দিক থেকে কোনো ভালো খবর পেতে পারেন।

Sagittarius ধনু পারিবারিক সুখ-শান্তি বজায় থাকবে। বাড়িতে শুভ অনুষ্ঠান বা মেরামতির কাজ হতে পারে। মায়ের স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিন। জমি বা আবাসন সংক্রান্ত কাজে সাফল্য পেতে পারেন।

Capricorn মকর সাহস ও পরাক্রম বৃদ্ধি পাবে। ছোট ভাই-বোনেদের সাথে সম্পর্ক মজবুত হবে। কাজের প্রয়োজনে ছোটখাটো ভ্রমণ হতে পারে। যোগাযোগ ও লেখালেখির কাজে সফলতা আসবে।

Rashifal: সাপ্তাহিক রাশিফল ০৬ই ডিসেম্বর – ১৩ই ডিসেম্বর , ২০২৫

Aquarius কুম্ভ আর্থিক দিক থেকে দিনটি শুভ। অপ্রত্যাশিতভাবে অর্থ প্রাপ্তির যোগ আছে। পরিবারে সঞ্চয়ের দিকে মনোযোগ বাড়বে। ভালো খাবার উপভোগ করতে পারেন। কথাবার্তায় সংযম বজায় রাখা জরুরি।

Pisces মীন মন শান্ত ও প্রফুল্ল থাকবে। ব্যক্তিগত উন্নতির জন্য সময়টি খুবই উপযুক্ত। আত্মবিশ্বাস বাড়বে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে খুব ভালো করে চিন্তা করুন। স্বাস্থ্য ভালো থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর