Moonsign horoscope

ব্যুরো নিউজ,  ২১শে নভেম্বর ২০২৫ : আজ চন্দ্র বৃশ্চিক রাশিতে অবস্থান করছে । আজকের রাশিফল ,

 

মেষ রাশি

অদ্য চন্দ্র আপনার অষ্টম স্থানে রহিয়াছে। এই যোগে আপনার শরীর-স্বাস্থ্য লইয়া কিঞ্চিৎ চিন্তা হইতে পারে। পথে-ঘাটে সাবধানে চলিবেন, অন্যথায় আঘাত লাগিবার সম্ভাবনা। তবে পুরাতন কোনও ঋণ পরিশোধের সুগম পথ মিলিতে পারে। হঠাৎ অর্থলাভের যোগও দেখা যায়। নিজের বাক্য সংযত রাখিতে চেষ্টা করিবেন, নহিলে বিবাদ ঘটিবে।

বৃষ রাশি

অদ্য চন্দ্র আপনার সপ্তম স্থানে অবস্থান করিতেছে। এই দিনে ব্যবসা-বাণিজ্যে শুভ ফল আশা করিতে পারেন। অংশীদারিত্বের কাজে সফলতা আসিবে। দাম্পত্য জীবনে সুখ ও শান্তি বিরাজ করিবে। যাঁহারা অবিবাহিত, তাঁহাদের বিবাহের প্রস্তাব আসিতে পারে। অপরের সহিত সম্পর্ক মজবুত হইবে।

মিথুন রাশি

অদ্য চন্দ্র আপনার ষষ্ঠ স্থানে রহিয়াছে। শারীরিক দুর্বলতা হইতে মুক্তি পাইবেন। শত্রুদের উপর জয়লাভ করিবেন। কর্মক্ষেত্রে সহকর্মীদের সহিত আপনার সম্পর্ক উন্নত হইবে, কর্মে উৎসাহ লাভ করিবেন। তবে অপ্রয়োজনীয় ব্যয়ে লাগাম দিতে চেষ্টা করুন। ঋণ লইবার বা দিবার ক্ষেত্র হইতে দূরে থাকিলেই ভালো।

কর্কট রাশি

অদ্য চন্দ্র আপনার পঞ্চম স্থানে স্থিত। বিদ্যার্থীদিগের পক্ষে এই দিনটি বিশেষ শুভ। প্রেম-প্রণয়ের ক্ষেত্রে আনন্দ বৃদ্ধি পাইবে। সৃষ্টিশীল কাজে সফলতা আসিবার সম্ভাবনা। সন্তানের দিক হইতে কোনও সুসংবাদ পাইতে পারেন। মনের মধ্যে সন্তুষ্টি থাকিবে, তবে আবেগ নিয়ন্ত্রণে রাখিতে হইবে।

 সিংহ রাশি

অদ্য চন্দ্র আপনার চতুর্থ স্থানে বিচরণ করিতেছে। গৃহ এবং মাতৃস্থানের জন্য কিঞ্চিৎ চিন্তা আসিতে পারে। মায়ের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখিবেন। গৃহে শান্তি বজায় রাখিতে সচেষ্ট হইতে হইবে। স্থাবর সম্পত্তি সংক্রান্ত কাজে সতর্কতা অবলম্বন করা আবশ্যক। যানবাহনে সাবধানে চলা উচিত।

ভারতের দ্বাদশ জ্যোতির্লিঙ্গ ও রাশিচক্রের সম্পর্ক

কন্যা রাশি

অদ্য চন্দ্র আপনার তৃতীয় স্থানে অবস্থান করিতেছে। ছোটখাটো ভ্রমণ সফল হইবে। সাহস ও পরাক্রম বৃদ্ধি পাইবে। ভাই-ভগিনীদের সহিত সম্পর্ক উন্নত হইবে ও তাঁহাদের সাহায্য পাইতে পারেন। স্বল্প প্রচেষ্টাতেই কর্মে সফলতা আসিবে। আপনার যোগাযোগ ক্ষমতা অদ্য কার্যকরী হইবে।

 তুলা রাশি

অদ্য চন্দ্র আপনার দ্বিতীয় স্থানে রহিয়াছে। অর্থ উপার্জনের জন্য দিনটি শুভ। পরিবারের সদস্যদের সহিত সম্পর্ক মধুর হইবে। আপনার বাকপটুতা অদ্য কাজে লাগিবে, তবে কঠোর বাক্য ব্যবহার হইতে বিরত থাকুন। সঞ্চয়ের দিকে মনোযোগ দিন। চক্ষু সংক্রান্ত বিষয়ে কিঞ্চিৎ কষ্ট হইতে পারে।

বৃশ্চিক রাশি

অদ্য চন্দ্র আপনার জন্মরাশিতে অর্থাৎ প্রথম স্থানে অবস্থান করিতেছে। ফলস্বরূপ, আপনার মনোবল বৃদ্ধি পাইবে। নিজের স্বাস্থ্য ও চেহারার প্রতি যত্ন লইবেন। কর্মে তৎপরতা দেখাইলে সফলতা আসিবে। মানসিক শান্তি বজায় থাকিবে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত লইবার জন্য দিনটি শুভ, তবে আবেগের বশে কাজ করিবেন না।

 ধনু রাশি

অদ্য চন্দ্র আপনার দ্বাদশ স্থানে বিরাজমান। এই যোগে ব্যয় বৃদ্ধি হইবার সম্ভাবনা দেখা যায়। দূরদেশে যাত্রা বা প্রবাসে থাকিবার চিন্তা আসিতে পারে। অপ্রত্যাশিত খরচ লইয়া কিঞ্চিৎ দুশ্চিন্তা থাকিবে। নিদ্রাহীনতা বা শারীরিক দুর্বলতা অনুভব করিতে পারেন। দান-ধ্যানের জন্য দিনটি শুভ।

মকর রাশি

অদ্য চন্দ্র আপনার একাদশ স্থানে স্থিত। অর্থ উপার্জনের ক্ষেত্রে সফলতা মিলিবে। সমাজের উচ্চপদস্থ ব্যক্তিবর্গের সহিত যোগাযোগ হইতে পারে, যাহা ভবিষ্যতে লাভজনক হইবে। বন্ধু-বান্ধব ও জ্যেষ্ঠ ভ্রাতার সাহায্য পাইবেন। আপনার সকল আশা-আকাঙ্ক্ষা পূরণের জন্য দিনটি অনুকূল।

Rashifal: সাপ্তাহিক রাশিফল ১৬ই নভেম্বর – ২৩শে নভেম্বর , ২০২৫

 কুম্ভ রাশি

অদ্য চন্দ্র আপনার দশম স্থানে বিচরণ করিতেছে। কর্মক্ষেত্রে দিনটি আপনার জন্য বিশেষ শুভ। উচ্চপদস্থ কর্মকর্তাদের প্রশংসা লাভ করিবেন। সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধি পাইবে। কাজের প্রতি আপনার মনোযোগ অটুট থাকিবে। পদোন্নতি বা নুতন কোনও দায়িত্ব পাইবার যোগ দেখা যায়।

মীন রাশি

অদ্য চন্দ্র আপনার নবম স্থানে রহিয়াছে। ধর্মীয় বা আধ্যাত্মিক কাজে মন নিবিষ্ট থাকিবে। তীর্থযাত্রা বা দূরভ্রমণের যোগ দেখা যায়। ভাগ্য আপনার সহায়ক হইবে, যাহার ফলে কর্মে সহজেই সফলতা লাভ করিবেন। উচ্চশিক্ষা বা গবেষণার কাজে শুভ ফল প্রাপ্তি ঘটিবে।

 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর