ব্যুরো নিউজ, ১৩ই নভেম্বর ২০২৫ : আজ চন্দ্র সিংহ রাশিতে অবস্থান করছে । আজকের রাশিফল ,
১. মেষ (Mesha/Aries)
গুরুজনদিগের বাক্য মানিয়া চলিলে অদ্য মহৎ সুফল লাভ করিতে পারিবেন। কর্মের ক্ষেত্রে নিজের দক্ষতা প্রদর্শনে সক্ষম হইবেন। তবে, তাড়াহুড়ো করিয়া কোনও সিদ্ধান্ত গ্রহণ হইতে নিবৃত্ত থাকা আবশ্যক।
২. বৃষ (Brisha/Taurus)
স্বীয় যোগ্যতার অতিরিক্ত কর্মভার অদ্য আপনাদিগের উপর আসিয়া পড়িতে পারে। জীবনসঙ্গীর শরীর লইয়া কিঞ্চিৎ চিন্তা ও ব্যয় বৃদ্ধি হইবার যোগ। ব্যক্তিগত সম্পর্ককে স্বীয় ইচ্ছা পূরণের মাধ্যম রূপে ব্যবহার করিবেন না।
৩. মিথুন (Mithun/Gemini)
অদ্য আপনার মন প্রফুল্ল থাকিবে, ফলে সকল কার্য্যেই উৎসাহের সহিত অগ্রসর হইতে পারিবেন। কর্ম ও উপার্জনের দিক হইতে দিনটি অতীব শুভ। পরিকল্পনা অনুযায়ী কার্য্য সম্পন্ন করিবার সুযোগ আসিতে পারে।
৪. কর্কট (Karkat/Cancer)
আজ এমন কোনও প্রিয় ও নিকটজনের সহিত সাক্ষাৎ ঘটিবে, যাঁহার সান্নিধ্য আপনাকে আনন্দিত করিবে। আপনার জীবনসঙ্গী অদ্য আপনার সহায়ক রূপে কার্য্য করিবেন। অপ্রত্যাশিত সুসংবাদ প্রাপ্তির সম্ভাবনা রহিয়াছে।
৫. সিংহ (Simha/Leo)
আপনি যতটা আশা করিবেন, তাহার অধিক শুভ ফল প্রাপ্তি ঘটিবে। সামাজিক কার্য্যে উন্নতি সম্ভব। নুতন কোনও প্রকল্প হাতে লইবার কিংবা গুরুত্বপূর্ণ চুক্তিতে স্বাক্ষর করিবার জন্য দিনটি শুভ। প্রত্যাশার চাপ সামলাইবার ক্ষমতা আপনার থাকিবে।
ভারতের দ্বাদশ জ্যোতির্লিঙ্গ ও রাশিচক্রের সম্পর্ক
৬. কন্যা (Kanya/Virgo)
আপনার সৎ ও নিস্বার্থ সহায়তা অপরের বিশেষ উপকারে আসিবে, যাহা আপনার আত্মগৌরবের কারণ হইবে। কর্মক্ষেত্রে অতিশয় সতর্কতা অবলম্বন আবশ্যক। দূর দেশ হইতে সুখবর আসিতে পারে।
৭. তুলা (Tula/Libra)
অদ্য আপনার বিনয়ী ও ভদ্র ব্যবহার সকলকে মুগ্ধ ও প্রশংসিত করিবে। মৌখিক প্রতিশ্রুতি দান হইতে সম্পূর্ণ রূপে বিরত থাকুন। মন প্রফুল্ল, আশাবাদী ও ইতিবাচক থাকিবে।
৮. বৃশ্চিক (Brishchik/Scorpio)
কোনও পরিচিত ব্যক্তির প্রভাবে আপনার পারিবারিক ক্ষেত্রে অশান্তি সৃষ্টি হইতে পারে। প্রেমের ক্ষেত্রে কোনও প্রকার জোর বা বাড়াবাড়ি করিতে যাইবেন না, অন্যথা অপমানিত হইবার যোগ দেখা যাইতেছে। কর্মের প্রতি নিষ্ঠা সকলের দৃষ্টি আকর্ষণ করিবে।
৯. ধনু (Dhanu/Sagittarius)
আপনার রূঢ় বা কঠোর আচরণ কর্মের স্থানে আপনাকে পিছাইয়া দিতে পারে। জীবনসঙ্গীর সুপরামর্শে অদ্য কোনও শুভ কর্ম সুসম্পন্ন করিতে পারিবেন। অর্থনৈতিক ও ব্যবসায়িক কার্যাবলী প্রত্যাশার অধিক শুভ হইবে।
১০. মকর (Makar/Capricorn)
অধিক কর্মে সময় অতিবাহিত করার ফলে পারিবারিক কিছু চাহিদা পূরণ করিতে আপনি অক্ষম থাকিবেন। সম্পত্তি কিংবা বাড়ি ভাগাভাগি সংক্রান্ত বিষয় লইয়া ভ্রাতার সহিত মতের অমিল দেখা দিতে পারে। মূল্যবান উপহার প্রাপ্তির যোগ।
Rashifal: সাপ্তাহিক রাশিফল ৮ই নভেম্বর – ১৫ই নভেম্বর , ২০২৫
১১. কুম্ভ (Kumbha/Aquarius)
আপনার মানুষ চেনার ক্ষমতাকে আজ জাগরিত রাখিতে হইবে এবং সর্বদাই চোখ-কান খোলা রাখিয়া চলিবেন। দীর্ঘদিনের অসুস্থতা হইতে মুক্তি পাইতে পারেন। আজ স্ত্রী’র সহিত কোথাও ভ্রমণে যাইবার ইচ্ছা জাগিতে পারে।
১২. মীন (Meen/Pisces)
স্বাস্থ্যের দৃষ্টিকোণ হইতে অদ্য দিনটি আপনার অনুকূল থাকিবে। পারিবারিক ক্ষেত্রে শান্তি ও সুখ বজায় থাকিবে। আর্থিক লাভের সম্ভাবনাও রহিয়াছে। সাংসারিক বিষয়ে মনোযোগ বৃদ্ধি পাইবে।




















