অবসরের পর কী করবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো? 

ব্যুরো নিউজ,৩০ ডিসেম্বর:ফুটবলার হিসেবে কেরিয়ারের শেষ পর্যায়ে এসে পৌঁছেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সৌদি আরবের আল নাসের ক্লাবের হয়ে খেলে ইউরোপীয় ফুটবল ছেড়েছেন ৩৯ বছর বয়সী এই মহাতারকা। তবে এখনও নিয়মিত গোল করছেন এবং হয়তো পরবর্তী মরসুমেও খেলা চালিয়ে যাবেন। তবে অবসরের পর তিনি কী করবেন, তা নিয়ে বেশ কিছু পরিকল্পনা করেছেন।

সলমন খান ফিরেছেন নতুন অবতারেঃ শত্রুদের জবাব দেবেন ‘সিকন্দর’ সিনেমায়!

কি করবেন তারপর?


রোনাল্ডো, যিনি ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, এবং জুভেন্টাসের মতো বিশ্বখ্যাত ক্লাবের হয়ে খেলে অনেক সাফল্য অর্জন করেছেন, পাঁচ বার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন, এবং বিশ্ব ফুটবলের ইতিহাসে সবচেয়ে বেশি গোল করার রেকর্ডে অধিকারী, তিনি জানালেন যে তিনি কোচ বা ক্লাবের প্রেসিডেন্ট হতে চান না। রোনাল্ডো বলেন, “আমি কখনও কোনো দলের কোচ হব না। কোনো ক্লাবের প্রেসিডেন্টও হব না। তবে আমি ক্লাবের মালিক হতে পারি।” ক্লাব কেনার বিষয়ে রোনাল্ডো বলেন, “এখনও ভাবিনি কোনো বিশেষ ক্লাবের কথা। তবে কিছু ক্লাবের নাম মাথায় আছে। ভবিষ্যতে যদি এমন কিছু হয়, তবে সময় হলেই জানিয়ে দেব।” তিনি আরও যোগ করেন, “আমি যদি কখনও একটি ক্লাবের মালিক হই, তাহলে অনেক পরিবর্তন আনব। আমার যে জিনিসগুলো পছন্দ নয়, সেগুলো বদলে দেব। আমি যখন তরুণ ছিলাম, তখন অনেক স্বপ্ন ছিল। এখনও অনেক পরিকল্পনা রয়েছে। আমি অবশ্যই একটি বড় ক্লাবের মালিক হব।”

হোয়াটসঅ্যাপে চ্যাটজিপিটিঃ নতুন বছরে নতুন চমক!

২০২১ সালে ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরে আসার পর, রোনাল্ডো আর আগের মতো পারফরম্যান্স দেখাতে পারেননি। ২০২২ সালের নভেম্বরে ম্যানেজার এরিক টেন হ্যাগের সঙ্গে মতবিরোধের পর, তিনি ক্লাবটি ছেড়ে দেন এবং সৌদি আরবের আল নাসের ক্লাবে যোগ দেন। বর্তমানে ২০২৫ পর্যন্ত আল নাসেরের সঙ্গে চুক্তিবদ্ধ রয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর