ব্যুরো নিউজ, ২৮ মার্চ: কঙ্গনা রানাউত সম্পর্কে কুরুচিকর মন্তব্য করার অভিযোগ উঠেছে কংগ্রেস নেত্রীর বিরুদ্ধে। আর তার জেরেই সুপ্রিয়া শ্রীনেতকে শোকজ করে নির্বাচন কমিশন। এরপরই সুপ্রিয়ার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল দল।
বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কুমন্তব্য করতে শোনা যায় দিলীপ ঘোষকে। দুর্গাপুরে প্রচারে গিয়ে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বেশ কিছু বিতর্কিত মন্তব্য করেন। আর দিলীপ ঘোষের সেই মন্তব্যের প্রতিবাদ জানিয়ে গর্জে ওঠে তৃণমূল কংগ্রেস। আর তা নিয়েই কড়া পদক্ষেপ নেয় নির্বাচন কমিশন। বুধবারই CEO অফিসে অভিযোগ জানায় তৃণমূলের প্রতিনিধি দল। এরপরই দিলীপ ঘোষকে শো কজ নোটিশ দেওয়া হয়। এছাড়া এই মন্তব্যের জেরে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ দায়ের হয়েছে দিলীপ ঘোষের বিরুদ্ধে।
মুখ্যমন্ত্রীর মৃত্যু কামনা করায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে সরব হল জোড়াশিবির!
তেমনই হিমাচল প্রদেশের মাণ্ডি লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী অভিনেত্রী কঙ্গনা রানাউত সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেন কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনেত। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে কঙ্গনা রানাউতকে ‘যৌনকর্মী’ বলে আক্রমণ শানিয়েছেন সুপ্রিয়া। আর এই অভিযোগেই সুপ্রিয়াকে শোকজ করে জাতীয় নির্বাচন কমিশন। ২৮ মার্চের মধ্যে সুপ্রিয়াকে এর জবাব দিতে বলে নির্বাচন কমিশন। এরপর সুপ্রিয়া শ্রীনাতের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল জাতীয় কংগ্রেস। কঙ্গনা রানাওতকে নিয়ে কুরুচিকর মন্তব্য করায় সুপ্রিয়া শ্রীনাতের প্রার্থী পদ বাতিল করল কংগ্রেস নেতৃত্ব।